Ajker Patrika

ফার্মেসির ৪ শিক্ষক ছুটিতে ৭ ব্যাচের জন্য ৭ শিক্ষক

কুবি প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫০
ফার্মেসির ৪ শিক্ষক ছুটিতে ৭ ব্যাচের জন্য ৭ শিক্ষক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর ৭ বছর পর ২০১৩ সালে ১৫তম বিভাগ হিসেবে তিনজন শিক্ষক নিয়ে খোলা হয় ফার্মেসি বিভাগ।

বর্তমানে বিভাগটিতে ১১ জন শিক্ষক থাকলেও চারজন শিক্ষা ছুটিতে রয়েছেন। বর্তমানে সাতজন শিক্ষকের ওপরই বিভাগটির ৭টি ব্যাচের পাঠদান নির্ভর করছে। এতে সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা।

সূত্রে জানা যায়, প্রথম তিন ব্যাচের শিক্ষার্থীরা গড়ে দুই বছরের সেশনজটে পড়েছেন। বিভাগটির বিভিন্ন ব্যাচের প্রতি সেমিস্টারে ৫ থেকে ৯টি করে কোর্স থাকে। এ কারণে শিক্ষকের একই সঙ্গে অনেকগুলো কোর্সের দায়িত্ব নিতে হয়।

তবে প্রতিটি কোর্সের জন্য পর্যাপ্ত ক্লাস হয় না। তাই যথাসময়ে পরীক্ষা নেওয়া ও পরীক্ষার ফলাফল প্রকাশে থাকে ধীরগতি।

ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখাওয়াত শাওন বলেন, ‘শিক্ষকসংকটে মানসম্মত শিক্ষা নিয়েও যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। যে আশায় বিজ্ঞান বিভাগের সবচেয়ে মেধাবীরা প্রতিযোগিতা করে ফার্মেসি বিভাগে ভর্তি হন, সে আশা পূরণ হচ্ছে না। ক্লাস শুরুর পর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। আমরা এ সংকটের দ্রুত সমাধান চাই।’

২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ সোহান বলেন, ‘একজন শিক্ষকের ওপর একই সঙ্গে কয়েকটি ব্যাচের কোর্স ন্যস্ত থাকে। এতে যথাসময়ে আমাদের ক্লাস-পরীক্ষা শেষ হয় না। এতে আমরা আরও ভয়াবহ সেশনজটে পড়ছি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান কৌশিক আহমেদ বলেন, ‘সমস্যা সম্পর্কে আমি অবগত। পর্যাপ্ত শিক্ষক নেই। মাত্র সাতজন শিক্ষক দিয়ে শিক্ষাকার্যক্রম চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিভাগে শিক্ষক নিয়োগের জন্য আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। আশা করছি শিক্ষক নিয়োগ দেওয়া হলে সমস্যা সমাধান হবে।’

শিক্ষকসংকট নিরসন সম্পর্কে কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘ফার্মেসিসহ আরও কয়েকটি বিভাগের জন্য (শিক্ষক নিয়োগের) সার্কুলার দেওয়া হয়েছে। সব প্রক্রিয়াধীন রয়েছে। উপাচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন কখন বোর্ড হবে ৷’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত