কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর ৭ বছর পর ২০১৩ সালে ১৫তম বিভাগ হিসেবে তিনজন শিক্ষক নিয়ে খোলা হয় ফার্মেসি বিভাগ।
বর্তমানে বিভাগটিতে ১১ জন শিক্ষক থাকলেও চারজন শিক্ষা ছুটিতে রয়েছেন। বর্তমানে সাতজন শিক্ষকের ওপরই বিভাগটির ৭টি ব্যাচের পাঠদান নির্ভর করছে। এতে সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা।
সূত্রে জানা যায়, প্রথম তিন ব্যাচের শিক্ষার্থীরা গড়ে দুই বছরের সেশনজটে পড়েছেন। বিভাগটির বিভিন্ন ব্যাচের প্রতি সেমিস্টারে ৫ থেকে ৯টি করে কোর্স থাকে। এ কারণে শিক্ষকের একই সঙ্গে অনেকগুলো কোর্সের দায়িত্ব নিতে হয়।
তবে প্রতিটি কোর্সের জন্য পর্যাপ্ত ক্লাস হয় না। তাই যথাসময়ে পরীক্ষা নেওয়া ও পরীক্ষার ফলাফল প্রকাশে থাকে ধীরগতি।
ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখাওয়াত শাওন বলেন, ‘শিক্ষকসংকটে মানসম্মত শিক্ষা নিয়েও যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। যে আশায় বিজ্ঞান বিভাগের সবচেয়ে মেধাবীরা প্রতিযোগিতা করে ফার্মেসি বিভাগে ভর্তি হন, সে আশা পূরণ হচ্ছে না। ক্লাস শুরুর পর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। আমরা এ সংকটের দ্রুত সমাধান চাই।’
২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ সোহান বলেন, ‘একজন শিক্ষকের ওপর একই সঙ্গে কয়েকটি ব্যাচের কোর্স ন্যস্ত থাকে। এতে যথাসময়ে আমাদের ক্লাস-পরীক্ষা শেষ হয় না। এতে আমরা আরও ভয়াবহ সেশনজটে পড়ছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান কৌশিক আহমেদ বলেন, ‘সমস্যা সম্পর্কে আমি অবগত। পর্যাপ্ত শিক্ষক নেই। মাত্র সাতজন শিক্ষক দিয়ে শিক্ষাকার্যক্রম চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিভাগে শিক্ষক নিয়োগের জন্য আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। আশা করছি শিক্ষক নিয়োগ দেওয়া হলে সমস্যা সমাধান হবে।’
শিক্ষকসংকট নিরসন সম্পর্কে কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘ফার্মেসিসহ আরও কয়েকটি বিভাগের জন্য (শিক্ষক নিয়োগের) সার্কুলার দেওয়া হয়েছে। সব প্রক্রিয়াধীন রয়েছে। উপাচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন কখন বোর্ড হবে ৷’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর ৭ বছর পর ২০১৩ সালে ১৫তম বিভাগ হিসেবে তিনজন শিক্ষক নিয়ে খোলা হয় ফার্মেসি বিভাগ।
বর্তমানে বিভাগটিতে ১১ জন শিক্ষক থাকলেও চারজন শিক্ষা ছুটিতে রয়েছেন। বর্তমানে সাতজন শিক্ষকের ওপরই বিভাগটির ৭টি ব্যাচের পাঠদান নির্ভর করছে। এতে সেশনজটে পড়েছেন শিক্ষার্থীরা।
সূত্রে জানা যায়, প্রথম তিন ব্যাচের শিক্ষার্থীরা গড়ে দুই বছরের সেশনজটে পড়েছেন। বিভাগটির বিভিন্ন ব্যাচের প্রতি সেমিস্টারে ৫ থেকে ৯টি করে কোর্স থাকে। এ কারণে শিক্ষকের একই সঙ্গে অনেকগুলো কোর্সের দায়িত্ব নিতে হয়।
তবে প্রতিটি কোর্সের জন্য পর্যাপ্ত ক্লাস হয় না। তাই যথাসময়ে পরীক্ষা নেওয়া ও পরীক্ষার ফলাফল প্রকাশে থাকে ধীরগতি।
ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখাওয়াত শাওন বলেন, ‘শিক্ষকসংকটে মানসম্মত শিক্ষা নিয়েও যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। যে আশায় বিজ্ঞান বিভাগের সবচেয়ে মেধাবীরা প্রতিযোগিতা করে ফার্মেসি বিভাগে ভর্তি হন, সে আশা পূরণ হচ্ছে না। ক্লাস শুরুর পর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। আমরা এ সংকটের দ্রুত সমাধান চাই।’
২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ সোহান বলেন, ‘একজন শিক্ষকের ওপর একই সঙ্গে কয়েকটি ব্যাচের কোর্স ন্যস্ত থাকে। এতে যথাসময়ে আমাদের ক্লাস-পরীক্ষা শেষ হয় না। এতে আমরা আরও ভয়াবহ সেশনজটে পড়ছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান কৌশিক আহমেদ বলেন, ‘সমস্যা সম্পর্কে আমি অবগত। পর্যাপ্ত শিক্ষক নেই। মাত্র সাতজন শিক্ষক দিয়ে শিক্ষাকার্যক্রম চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিভাগে শিক্ষক নিয়োগের জন্য আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। আশা করছি শিক্ষক নিয়োগ দেওয়া হলে সমস্যা সমাধান হবে।’
শিক্ষকসংকট নিরসন সম্পর্কে কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘ফার্মেসিসহ আরও কয়েকটি বিভাগের জন্য (শিক্ষক নিয়োগের) সার্কুলার দেওয়া হয়েছে। সব প্রক্রিয়াধীন রয়েছে। উপাচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন কখন বোর্ড হবে ৷’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫