Ajker Patrika

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৯: ০৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন

বগুড়া এবং জয়পুরহাটে গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অগ্নিকাণ্ড, বজ্রপাত, ভূমিকম্প, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষার কৌশল ও জনসচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। দিবসের এবারের প্রতিপাদ্য—‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ প্রতিনিধিদের পাঠানো খবর:

নন্দীগ্রাম: গতকাল সকাল ১০টায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

শেরপুর: গতকাল দুপুর ১২টার দিকে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ওয়্যারহাউস ইন্সপেক্টর ও স্টেশন কর্মকর্তা নাদির হোসেন এতে সভাপতিত্ব করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম।

এ উপলক্ষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় মহড়া প্রদর্শন করবেন।

ধুনট: উপজেলায় গতকাল বেলা ১১টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। এদিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সে সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সামছুল আলম। এ সময় বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ প্রমুখ।

ক্ষেতলাল: ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি—এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে উদ্‌যাপিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।

এ উপলক্ষে পৌরসভার ইটাখোলা ফায়ার স্টেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাব-অফিসার মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড, বজ্রপাত, ভূমিকম্প, গ্যাস সিলিন্ডাসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার সহজ কলা-কৌশল ও জনসচেতনতামূলক বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত