Ajker Patrika

প্রাইভেট কারে মিলল ৬৭ কেজি গাঁজা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ২৭
প্রাইভেট কারে মিলল   ৬৭ কেজি গাঁজা

কিশোরগঞ্জরে ভৈরবে বেসরকারি টিভি চ্যানেলের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাবের ভৈরব ক্যাম্প। গত বৃহস্পতিবার রাতে শহরের নাটাল মোড় এলাকা থেকে গাড়ি ভর্তি গাঁজাসহ তাঁদের আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানিয়েছেন র‍্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের। আটক হওয়া ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আহমেদাবাদ গ্রামের মোরশেদ মিয়া ও একই জেলার সদরের মধ্যপাড়া এলাকার শামিম।

সংবাদ সম্মেলনে রফিউদ্দিন মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারেন দীর্ঘদিন ধরে বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারের মাধ্যমে একটি চক্র রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদকদ্রব্য বহন এবং পাচার করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভৈরব শহরের নাটালের মোড় এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি টিভি চ্যানেলের (এনটিভি) স্টিকারযুক্ত গাড়িটি আটক করা হয়। ওই গাড়ি থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় আটক হওয়া ব্যক্তিরা নিজেদের সাংবাদিক পরিচয় দেন, কিন্তু পরে কোনো সংবাদমাধ্যমের আইডি কার্ড দেখাতে পারেনি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে ভৈরব থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত