Ajker Patrika

৬ আসামির নামে অভিযোগপত্র

যশোর প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ১৭
৬ আসামির নামে অভিযোগপত্র

পুকুর থেকে বালু তোলা ও চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হন যশোরের আমিনুর রহমান ওরফে বিষে। এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরই একসময়ের সহযোগী সাগরসহ ৬ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

সম্প্রতি ওই ছয়জনকে আসামি করে যশোর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আবু জাফর। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৫ আসামির অব্যাহতির আবেদনও জানানো হয়েছে।

২০২০ সালের ২১ ডিসেম্বর যশোর সদরের আরবপুর তালপট্টি এলাকার আব্দুল মালেকের ছেলে আমিনুর রহমান বিষে ছুরিকাঘাতে খুন হন। পুলিশের দাবি, নিহত আমিনুর রহমান বিষে চিহ্নিত সন্ত্রাসী ছিলেন।

অভিযুক্ত ৬ আসামি হলেন, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনিপাড়ায় ভাড়া বাসায় থাকায় সাইফুল ইসলাম সাগর, শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার রাকিব হোসেন, বারান্দী মোল্লাপাড়া আমতলা খেলার মাঠ এলাকার আসিফ আহমেদ, বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার নাসির হোসেন, আরবপুর মোড় এলাকার নাঈম হোসেন ওরফে ঠোঁটকাটা নাঈম ও সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু।

২০২০ সালের নভেম্বরের প্রথম দিকে সাগর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আলী আহমেদের পুকুর খনন করে উত্তোলিত বালু নেওয়ার জন্য ১ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। এ জন্য সাগর পুকুর মালিককে অগ্রিম ৫০ হাজার টাকাও দেন। এরই মধ্যে আমিনুর রহমান দলবল নিয়ে মহাদেবপুরে গিয়ে বালু উত্তোলনের পাইপ ভেঙে দেন সাগরের। প্রতিবাদ করায় আমিনুর রহমান ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন সাগরের কাছে। এ অবস্থায় সাগর ৫ হাজার টাকা চাঁদা দেন। পরে সাগর আরবপুর এলাকার সাইদুজ্জামান ওরফে দাঁতাল বাবুর কাছে গিয়ে আমিনুর রহমানের বিরুদ্ধে নালিশ করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল ৩টার দিকে দাঁতাল বাবুর নির্দেশনা অনুযায়ী সাগর তাঁর পূর্ব পরিচিত ঠোঁটকাটা নাঈম, রাকিব, আসিফ ও নাসিরকে নিয়ে আরবপুরের আসলামের হোটেলে গিয়ে সেখানে অবস্থানরত আমিনুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত