Ajker Patrika

হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী

মুফতি খালিদ কাসেমি
হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী

পৃথিবীতে নবুওয়াতের পবিত্র ধারা শুরু হয়েছে হজরত আদম (আ.)-এর মাধ্যমে। আর এই ধারা শেষ হয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। তিনিই শেষ নবী, তাঁর পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। প্রত্যেক মুসলমানের এ বিশ্বাস রাখা অতি জরুরি। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘মুহাম্মদ তোমাদের কারও বাবা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।’ (সুরা আহযাব: ৪০)

মহানবী (সা.) বলেন, ‘আমি এবং আমার আগের নবীদের উপমা হলো, এক ব্যক্তি একটি ভবন নির্মাণ করল এবং সেটিকে সুশোভিত ও সুসজ্জিত করল, কিন্তু এক কোণে একটি ইটের জায়গা খালি রয়ে গেল; এরপর লোকজন চারপাশে ঘুরে ঘুরে বিস্ময়ের সঙ্গে বলতে লাগল, ওই শূন্যস্থানের ইটটি লাগানো হলো না কেন? নবী (সা.) বলেন, ‘আমিই সেই ইট। আর আমিই শেষ নবী।’ (বুখারি)

কেয়ামতের আগে হজরত ইসা (আ.) আসমান থেকে নেমে আসবেন। তখন তিনি মহানবী (সা.)-এর শরিয়ত অনুযায়ী আমল করবেন, নিজ শরিয়ত অনুযায়ী আমল করবেন না। এটি শুধু ইসা (আ.)-এর ক্ষেত্রেই প্রযোজ্য নয়; বরং আগের আর কোনো নবীও যদি আসতেন, তবে তিনি মহানবী (সা.)-এর শরিয়ত অনুযায়ীই আমল করতেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আজ যদি মুসা (আ.) জীবিত থাকতেন, তবে আমার শরিয়তের অনুসরণ ছাড়া অন্য কোনো উপায় থাকত না।’ (মুসনাদে আহমদ)

মহানবী (সা.)-এর পর কেউ যদি নবী হওয়ার দাবি করে, তবে সে মিথ্যাবাদী। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘অচিরেই আমার উম্মতে ৩০ জন অতি মিথ্যাবাদী প্রকাশ পাবে। তারা প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। অথচ আমিই শেষ নবী, আমার পরে কোনো নবী নেই।’ (তিরমিজি) 

মুফতি খালিদ কাসেমি, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত