মুরাদনগর ও সদর দক্ষিণ প্রতিনিধি
মুরাদনগর ও সদর দক্ষিণ বসতঘরে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিশু, অপরজন কিশোর। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরে মুজাহিদ (১৬) ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যেই পুড়ে মারা যায় সে।
মুজাহিদ উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে এবং টনকি হানিফ সরকার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাবা ইব্রাহিম মিয়া সৌদি আরবে থাকেন। ঘটনার আগের দিন মুজাহিদকে বাসায় রেখে তাঁর মা ফেরদৌসী বেগম অপর দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি যান। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এক প্রতিবেশী হঠাৎ ঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল হুদা নয়ন বলেন, ‘আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এ সময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামন তালুকদার বলেন, ‘অগ্নিকাণ্ডে নিহত কিশোর মুজাহিদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় সুরতহাল রিপোর্ট করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে।’
সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু মিয়ার বাড়িতে আগুন লেগে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. আজমির হোসেন। সে আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আবু মিয়ার বাড়িতে প্রথম আগুন লাগে। এরপর আবু তাহেরের ঘরে আগুন ছড়িয়ে পরে। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই আগুন নিভে যায়। এই ঘটনায় ঘরে আটকা পড়া শিশু আজমির মারা যায়।
সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মো. মারুফ জানান, তাঁরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটছিলেন। সুয়াগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে আগুন নেভানোর খবর পেয়ে তাঁরা স্টেশনে ফেরত যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু।
এ সময় তাঁদের সঙ্গে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওলাদ হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ২৫ হাজার টাকা, কম্বল ও খাদ্যসামগ্রী দিয়েছি।’
মুরাদনগর ও সদর দক্ষিণ বসতঘরে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিশু, অপরজন কিশোর। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরে মুজাহিদ (১৬) ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যেই পুড়ে মারা যায় সে।
মুজাহিদ উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে এবং টনকি হানিফ সরকার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাবা ইব্রাহিম মিয়া সৌদি আরবে থাকেন। ঘটনার আগের দিন মুজাহিদকে বাসায় রেখে তাঁর মা ফেরদৌসী বেগম অপর দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি যান। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এক প্রতিবেশী হঠাৎ ঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল হুদা নয়ন বলেন, ‘আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এ সময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামন তালুকদার বলেন, ‘অগ্নিকাণ্ডে নিহত কিশোর মুজাহিদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় সুরতহাল রিপোর্ট করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘খবর পেয়ে আমি ও বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে।’
সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু মিয়ার বাড়িতে আগুন লেগে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. আজমির হোসেন। সে আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আবু মিয়ার বাড়িতে প্রথম আগুন লাগে। এরপর আবু তাহেরের ঘরে আগুন ছড়িয়ে পরে। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই আগুন নিভে যায়। এই ঘটনায় ঘরে আটকা পড়া শিশু আজমির মারা যায়।
সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মো. মারুফ জানান, তাঁরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটছিলেন। সুয়াগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে আগুন নেভানোর খবর পেয়ে তাঁরা স্টেশনে ফেরত যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু।
এ সময় তাঁদের সঙ্গে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওলাদ হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ২৫ হাজার টাকা, কম্বল ও খাদ্যসামগ্রী দিয়েছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪