Ajker Patrika

খাবারের খোঁজে এসে প্রাণ গেল হনুমানটির

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ২২
খাবারের খোঁজে এসে   প্রাণ গেল হনুমানটির

মনিরামপুরে বিদ্যুতায়িত হয়ে কালোমুখো একটি পুরুষ হনুমানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে ঘটনাটি ঘটে। রাস্তার ধারে একটি মেহগনি গাছে চলাচল করতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ লাগে হনুমানটির। এ সময় পাকা সড়কের ওপর পড়ে মাথা ফেটে পাশের উপজেলা কেশবপুরের ঐতিহ্যবাহী প্রাণীটির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হনুমানটি যখন মারা যায় তখন সেখানে গাছে ও একটি দোতলা ভবনের ছাদে অনন্ত ২০টি হনুমান অবস্থান করতে দেখা যায়। সেগুলো খাবারের খোঁজে কেশবপুর থেকে এখানে এসেছে বলে ধারণা স্থানীয়দের। বন বিভাগের কর্মীরা এসে হনুমানটির সৎকারের ব্যবস্থা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত