Ajker Patrika

অবাধে পলিথিনের ব্যবহার

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩২
অবাধে পলিথিনের ব্যবহার

নিষিদ্ধ ঘোষণার পর পরিবর্তন এসেছে শুধু হাতলে। আগে দুই হাতলওয়ালা পলিথিন ব্যবহার হতো। এখন হাতলছাড়া পলিথিনে সয়লাব বাজার। ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করার পর শুধু হাতলের পরিবর্তনটুকুই লক্ষ করা গেছে। এ ছাড়া পলিথিনের ব্যবহার ও চাহিদা আগের চেয়ে বেড়েছে বহুগুণ।

অর্থনীতিবিদেরা বলছেন, পলিথিনের বিকল্প সহজলভ্য কোনো পণ্য বাজারে আনতে ব্যর্থ হওয়ায় এর চাহিদা ও ব্যবহার ঠেকানো যাচ্ছে না। তাই নিষিদ্ধ এই পণ্যটির ব্যবহার ও সরবরাহ দিন দিন বেড়েই চলেছে।

সখীপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অভিজাত রেস্টুরেন্ট, মুদিদোকান, কসাইখানা, সবজির বাজার থেকে শুরু করে ফুটপাতের প্রায় সব দোকানের পণ্য বহনে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। ফ্রিজে মাছ-মাংস ও সবজি রাখতেও পলিথিনের ব্যবহার হচ্ছে। সহজলভ্য ও ব্যবহারে সুবিধা থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়েই ক্ষতির দিক বিবেচনা না করে পলিথিন ব্যাগ ব্যবহার করছেন দেদার।

ব্যবসায়ীরা জানান, পলিথিনের কারণে পরিবেশের ক্ষতি হোক, তাঁরা তা চান না। কিন্তু পলিথিনের মতো স্বল্পমূল্যের সহজলভ্য কোনো পণ্য বাজারে নেই। তাই বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে।

পৌর বাজারে আসা একাধিক ক্রেতা জানান, পলিথিন ব্যবহার নিষিদ্ধ সেটা তাঁরা জানেন। কিন্তু পলিথিন ব্যবহারে ঝক্কিঝামেলা কম। এ কারণে ব্যবহার করেন তাঁরা। এ ছাড়া হাত বাড়ালেই পলিথিন পাওয়া যায়।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতির কথা চিন্তা করে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হয়। তখন বিকল্প হিসেবে কাগজ ও পাটের ব্যাগের প্রচলন শুরু হয়। পরে আইনের প্রয়োগ না থাকায় পলিথিন বিক্রি ও ব্যবহার বেড়েছে জ্যামিতিক হারে।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, সখীপুরে স্থানীয়ভাবে পলিথিনের কোনো কারখানা নেই। বাইরে থেকে আমদানি করা হচ্ছে এসব পলিথিন ব্যাগ। তবে পরিবেশরক্ষায় পলিথিন ব্যবহার বন্ধের বিষয়ে প্রশাসনের নজরদারির পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জমির উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। কোথাও পলিথিন উৎপাদনের খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত