Ajker Patrika

সিসিটিভিতে দেখা গেল চুরি, পুলিশ নিল হারানোর ডায়েরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫
সিসিটিভিতে দেখা গেল চুরি, পুলিশ নিল হারানোর ডায়েরি

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। চুরির ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়লেও পুলিশ সেটি মানতে নারাজ। এতে মোটরসাইকেলের মালিককে থানায় হারানো ডায়েরি করতে হয়েছে।

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া পিওর ডেইরি ফার্মের সামনে থেকে মো. শাহেদের একটি মোটরসাইকেল চুরি হয়। এটি ফার্মের সিসিটিভিতে ধরা পড়ে।

ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এক যুবক শাহেদের মোটরসাইকেলটি কয়েক সেকেন্ডের মধ্যে চালু করে চালিয়ে পালিয়ে যান। এ বিষয়ে বোয়ালখালী থানার দ্বারস্থ হন ভুক্তভোগী মো. শাহেদ। তিনি দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানালে এবং সিসিটিভির ভিডিও ফুটেজটি দেখালেও পুলিশ হারানো ডায়েরি করতে বলেন।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো. শাহেদ বলেন, ‘আমি সব বলারও পর এবং সিসিটিভির ভিডিও ফুটেজ দেখানোর পর আমাকে পুলিশ হারানোর ডায়েরি করতে বলেন।’

এ বিষয়ে অ্যাডভোকেট শফিউল আলম খোকন বলেন, অপরাধ সংগঠিত হয়ে গেলে প্রতিকার বা ন্যায় বিচারের জন্য মামলা হবে। মোটরসাইকেল চুরির ঘটনায় হারানোর ডায়েরির বিষয়ে তিনি বলেন, বিষয়টি হাস্যকর।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে হারানো ডায়েরি নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত