Ajker Patrika

প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০: ৩১
প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক

মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি পরিবারের বিরুদ্ধে ডাকাতির নাটক সাজিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগটি উঠেছেন উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের হাজি মোতালেব হোসেনের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শাহজাহান বেপারী, আলমাছ ও হাসমত আলীর পরিবারের সঙ্গে হাজী মোতালেব হোসেনের বিরোধ চলে আসছে। এরই জেরে মোতালেব এ নাটক সৃষ্টি করেছেন।

শাহজাহান বলেন, ‘বিরোধপূর্ণ জমি নিয়ে এলাকায় একাধিক সালিসে আমাদের পক্ষে রায় হয়। এ অবস্থায় আমাদের ফাঁসাতে শনিবার রাত ৯টার দিকে নিজেরাই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজান হাজী মোতালেব ও তার পরিবার।’

হাজী মোতালেব হোসেন জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, ‘গত শনিবার রাত ৯টায় শাহজাহান, আলমাছ খান ও তাঁদের স্বজনরা আমার ঘরবাড়ি ভাঙচুর করে নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’ তবে এ বিষয়ে মোতালেবের ছেলে রিপন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘৯৯৯-থেকে ফোন পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ডাকাতি ও লুটপাটের সত্যতা পাওয়া যায়নি। প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক সাজান মোতালেব ও তাঁর বাড়ির লোকজন। পরে তাঁরা এই ঘটনার জন্য ভুল ও দুঃখ প্রকাশ করেন। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত