Ajker Patrika

মানসম্মত গবেষণা বাড়ছে না

জাবি প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০: ৪৬
মানসম্মত গবেষণা বাড়ছে না

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৫১ বছরে পা দিচ্ছে আজ। গত ৫০ বছরে প্রতিষ্ঠানটি ৩ হাজার ৮৯৮টি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশ করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়ন ছিল মাত্র ৭২টিতে। অথচ প্রতিষ্ঠানটি প্রতিবছরই তিন শতাধিক গবেষণায় অনুদান দেয়। কিন্তু সেগুলো মানসম্মত জার্নালে প্রকাশিত হয় না।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক গবেষণা ইনডেক্স ওয়েবসাইট ‘স্কোপাস’-এ এসব তথ্য জানা যায়। ওয়েবটি বিশ্বব্যাপী গবেষণার মান বিশ্লেষণ ও ব্যাখ্যা করে থাকে।

স্কোপাসে উল্লেখ করা হয়, এসব গবেষণার মধ্যে জাবির অর্থায়ন ছিল মাত্র ৭২টিতে। জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স ৮৮টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৭৮টি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৬৬টি গবেষণায় অর্থায়ন করে। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান জাবির গবেষকদের অর্থায়ন করেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস জানায়, জাবিতে ২০২১-২২ অর্থবছরে ৩৮১টি, ২০২০-২১-এ ৩৮২টি, ২০১৯-২০-এ ৩৬৪টি এবং ২০১৮-১৯-এ ৩৬৫টি গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এভাবে প্রতিবছর তিন শতাধিক গবেষণা প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়।

কিন্তু স্কোপাস ওয়েবে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নকৃত গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পায় ২০২১ সালে ৩৩টি, ২০২০ সালে ১৬টি, ২০১৯ সালে ২টি এবং ২০১৮ সালে মাত্র ৪টি।

গবেষকেরা বলছেন, গবেষণা প্রকল্পের উদ্দেশ্য সাধিত হয় যখন সেটি ভালো মানের জার্নালে প্রকাশিত হয়। কিন্তু জাবির বার্ষিক বরাদ্দপ্রাপ্ত প্রকল্পটির ফলাফল কোনো জার্নালে প্রকাশ হলো কি না, সেটি তদারক করা হয় না। নির্দিষ্ট তারিখে একটি সেমিনার হয়। সেমিনারের পর বরাদ্দের নির্দিষ্ট টাকা শিক্ষকেরা পেয়ে যান। ওই গবেষণা শুধু শিক্ষকদের পদোন্নতির কাজে লাগে।

এর মধ্যে জাবিতে গবেষণায় এগিয়ে পদার্থবিজ্ঞান অনুষদ, পিছিয়ে কলা ও মানবিকী এবং সমাজবিজ্ঞান অনুষদ। স্কোপাস থেকে জানা যায়, সবচেয়ে বেশি গবেষণা হয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা বিষয়ে, যা মোট গবেষণার প্রায় ১২ শতাংশ, কম্পিউটার বিজ্ঞান ৯, মেডিসিন ৯, রসায়ন ৮ দশমিক ৫, প্রকৌশল ৭, পরিবেশবিজ্ঞান ৭, সমাজবিজ্ঞান ৫ এবং অন্যান্যে ২৫ শতাংশ গবেষণা হয়েছে। অনুষদভিত্তিক সবচেয়ে কম গবেষণা হয়েছে কলা ও মানবিকী অনুষদে। গত ৫১ বছরে মাত্র ৪৮টি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশ করতে সক্ষম হয় অনুষদটি।

বিশ্ববিদ্যালয়টি এখন পর্যন্ত ৩ হাজার ৩০টি গবেষণাপ্রবন্ধ, কনফারেন্স পেপার ৫০০টি, রিভিউ পেপার ১৫৫টি ও বুক চ্যাপটার ৯৭টি প্রকাশ করতে সক্ষম হয়।

গবেষণাগুলোর মধ্যে আন্তর্জাতিক জার্নাল ফিজিকস অব প্ল্যাজমায় ১১৫টি, জার্নাল অব অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে ৯৬টি এবং অ্যাডভান্সড ইন ইনটেলিজেন্ট সিস্টেম অ্যান্ড কম্পিউটিংয়ে ৪৫টি প্রকাশিত হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন ৪০০টি নিবন্ধে গবেষক হিসেবে অবদান রাখেন। রসায়ন বিভাগের অধ্যাপক ও সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ২০৫টি, আইআইটির অধ্যাপক শামীম কায়সার ১২৫টি, পদার্থবিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক মোহাম্মদ সলিমুল্লাহ ১০৩টি এবং রসায়ন বিভাগের অধ্যাপক শিশির ঘোষ ১০০টি নিবন্ধে গবেষক হিসেবে অবদান রাখেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ৮১টি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন।

দেশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, মালয়েশিয়া ও সৌদি আরবের গবেষকদের সঙ্গে বেশি গবেষণা করেছে।

অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘গবেষণার জন্য আগ্রহী, প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা এবং সেটার কার্যকারিতা থাকতে হবে। প্রথমত, রাষ্ট্র বা সরকার বিশ্ববিদ্যালয়কে কীভাবে দেখতে চায়, সেটার ওপর গবেষণা অনেকটা নির্ভর করে। আমাদের দেশে সরকার বিশ্ববিদ্যালয়কে দেখে তার সমর্থক গোষ্ঠী তৈরির কারখানা হিসেবে। তারা শিক্ষক-শিক্ষার্থীদের অনুগত রাখতে চায়। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে যতটুকু গবেষণার সুযোগ থাকা উচিত, সেখানে উদ্যোগের অভাব আছে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া ৫০ বছরেরও বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব প্রকাশনা সংস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষা ও গবেষণায় আগ্রহীদের প্রাধান্য নিশ্চিত করা যায়নি। ক্ষমতাবান, সরকার ও প্রশাসনের পছন্দের লোককে এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের লোকজন বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করলে শিক্ষা ও গবেষণার কোনো ভবিষ্যৎ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত