Ajker Patrika

মরণফাঁদ তিনটি সেতু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৮: ৩৬
মরণফাঁদ তিনটি সেতু

মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা এলাকায় ঝুঁকিপূর্ণ তিনটি সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতু পারাপারে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

মঠবাড়িয়ার পাথরঘাটা বাসস্ট্যান্ড থেকে ডৌয়াতলা কুমিরমারা কার্পেটিং সড়কের সঙ্গে থাকা তিনটি সংযোগ সেতু এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

দেখা যায়, হলতা নদীর ওপর স্থাপিত নয়ারহাট সূর্যমণি লোহার সেতুটি দিয়ে প্রায় এক যুগ ধরে দুই চাকার যানসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্কুলগামী শিক্ষার্থীদের।

২২ কুড়া সেতুটিও হলতা নদীর ওপর স্থাপিত। ২০২০ সালে টেন্ডার করে নতুন সেতুর কাজ শুরু হয়। বিক্রি করা হয় সেতুর পুরোনো লোহার মালামাল। বন্ধ হয়ে যায় নদীটির দুই পারের মানুষের যোগাযোগ। সেতুটিতে কাজ শুরু করেই ফেলে রাখা হয়, যেন দেখার কেউ নেই।

হলতা নদীর ওপর আরেকটি লোহার সেতু রয়েছে কুমিরমারা নতুন বাজারে। এ সেতু দিয়ে এখন পর্যন্ত শতাধিক মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রতি বছর শোনা যায় টেন্ডার হচ্ছে। কিন্তু কাজ শুরু হয় না বলে জানান স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসী জানান, উল্লেখিত লোহার সেতু দিয়ে তেঁতুলতলা, গিলাবাদ, দধিভাঙা, কাঁকড়াবুনিয়া, রাজারহাট, আমুয়া, সাতঘর, বাসাবাড়ি, উত্তর ভেচকি, আশিকুড়া, কুঞ্জবাড়ই, তালেশ্বর, বুকাবুনিয়া, হলতা, সোনবুনিয়া, ভাইজোড়া ও গাবতলাসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করেন। এখানে টেকসই পাকা সেতু স্থাপন করা জরুরি।

টিকিকাটা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, ‘সেতুগুলোর ব্যাপারে স্থানীয় সাংসদ ও এলজিইডির কাছে বহুবার ধরনা দিয়ে দুর্ভোগের কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাইনি।’

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. কাজী জসিম জানান, ঝুঁকিপূর্ণ সেতুগুলোর সয়েল টেস্ট করে দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডার হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ লোহার সেতুগুলো থেকে জনদুর্ভোগ কমাতে উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত