Ajker Patrika

৩৫ কেজি ওজনের আলু

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৭: ১৫
৩৫ কেজি ওজনের   আলু

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের চাষি মীর আজাদ ৩৫ কেজি ওজনের একটি (মেটে) আলু বিক্রি করেছেন ১ হাজার ৫০ টাকায়। তাঁর বাড়ির আঙিনায় চাষ করা হয়েছিল এই আলু। স্থানীয়ভাবে এটি মুন্সীআলু হিসেবে পরিচিত।

গত মঙ্গলবার বিকেলে মীর আজাদ সদরের ইছাখাদা বাজারে আলুটি বিক্রির জন্য আনলে ফরিদপুর থেকে আসা পাইকারি সবজি ব্যবসায়ী তপন বিশ্বাস ৩০ টাকা দরে ১ হাজার ৫০ টাকা দিয়ে আলুটি ক্রয় করেন। এ সময় আলুটি দেখতে ইছাখাদা বাজারে উৎসুক জনতা ভিড় করে।

মীর আজাদ জানান, আমি ২ বছর আগে পাশের গ্রাম নড়িহাটির কৃষক ওয়াজেদ আলীর কাছ থেকে মুন্সীআলুর একটি বীজ এনে বাড়ির আঙিনায় রোপণ করি। প্রথম বছরে সেই আলুটির ওজন হয় ২২ কেজি। যা পাড়া প্রতিবেশীর মধ্যে বিলি করে দেই। এরপর গত বছর আবার ওই আলু থেকে ৪টি বীজ রোপণ করি। যা থেকে আজ দুপুরে ১টি আলু তুলেছি। এর ওজন হয়েছে ৩৫ কেজি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মাগুরার-উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ জানান, সাধারণত এ ধরনের আলু পতিত জমিতে বা বাড়ির আঙিনায় দেখা যায়। বৈশাখ মাসে এ আলুর বীজ রোপণ করতে হয়। মাটির নিচে হওয়া এ আলু চাষে তেমন কোনো খরচ হয় না। এক বছর বা এর অধিক সময়ের ব্যবধানে এ আলুর ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজিও হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত