Ajker Patrika

চাঁদপুরে সম্প্রীতি সমাবেশে শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১: ৪২
চাঁদপুরে সম্প্রীতি সমাবেশে শিক্ষামন্ত্রী

আগামী নির্বাচনকে ঘিরে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

শিক্ষা মন্ত্রী বলেন, একাত্তর এবং পঁচাত্তরের ঘাতকেরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুধু তাই নয়, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে এমন অপচেষ্টায় লিপ্ত হয়েছে এ মহল।

শিক্ষা মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সোনার বাংলা প্রতিষ্ঠাতা করেছে। সেই সোনার বাংলায় চক্রান্ত চালাচ্ছে অপশক্তিরা। কিন্তু তারা যেই অপকর্মই করে না কেন তার প্রমাণ রেখে যায়। এই অপচক্রকে কোন ছাড় দেওয়া হবে না।

দীপু মনি বলেন, যে তত্ত্বাবধায়ক সরকার মৃত, এখন সেই তত্ত্বাবধায়ক সরকার চায় তাঁরা।

সমাবেশে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আ. লীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত