Ajker Patrika

শাঁখের ধ্বনি, ঢাকের বোলে মুখর মণ্ডপ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২: ০৪
শাঁখের ধ্বনি, ঢাকের বোলে মুখর মণ্ডপ

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শাঁখের ধ্বনি, ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। বছর ঘুরে দেবীর আগমনী বার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে।

শরতের শুভ্র আকাশে নীলাভ বিচ্ছুরণ, ধরণিতে কাশফুল-শেফালির সুঘ্রাণ; প্রকৃতির এই মোহনীয় রূপ জানান দিচ্ছে আনন্দময়ী দুর্গার আগমনী বার্তা। ৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। গতকাল সোমবার শুরু হওয়া দুর্গাপূজা শেষ হবে ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

দুর্গোৎসবের পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে সাজ সাজ রব বিরাজ করছে। এ বছর চাঁদপুরের ৮ উপজেলায় ২১১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, দুর্গা উৎসব নিরাপদ রাখতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ভাগে কাজ করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ থাকবে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত