Ajker Patrika

বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩১
বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশের মেয়েরা

২০ ওভারের সংস্করণে চারটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ নারী দলের। তবে ওয়ানডে সংস্করণে প্রথমবার বৈশ্বিক মঞ্চে খেলতে যাচ্ছেন নিগার-রুমানারা। এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চান তাঁরা। নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশের মেয়েরা।

ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপের সৌজন্যে তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। বড় দলগুলোর বিপক্ষে খেলতে পারাটা বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এক দশকের পথ চলায় সম্ভাব্য সেরা দল নিয়েই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেটাই জানিয়ে রাখলেন নিগার। বাংলাদেশ অধিনায়ক গতকাল বলেছেন, ‘আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমার মনে হয় এটা বড় সুযোগ বিশ্বকে দেখানোর, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বিশ্বকাপটা আমরা স্মরণীয় করে রাখতে চাই। এটা আমাদের প্রথম বিশ্বকাপ। এখানে নিজেদের সেরাটা দিতে চাই।’

বাংলাদেশের শক্তির জায়গায় বোলিং, সংবাদ সম্মেলনে সেটাই মনে করিয়ে দিলেন নিগার। নিজেদের বোলিং বিভাগ এগিয়ে রাখার যুক্তিও আছে। গত কিছুদিনে জাহানারা আলম, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার, রুমানা আহমেদরা যেভাবে ভালো করেছেন, বিশ্বকাপেও এর ধারাবাহিকতা থাকলে ভালো কিছু করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের বোলিং বিভাগ ভালো। আমরা আমাদের শক্তির জায়গাটা কাজে লাগিয়ে সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করব।’

বিশ্বকাপে ভালো করতে এখন নিউজিল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। প্রায় চার সপ্তাহের এই ক্যাম্প কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সালামা-রুমানাদের সহায়তা করেছে। নিগার বলেছেন, ‘স্থানীয় অনেক খেলোয়াড় তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে, কীভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমাদের সহায়তা করেছে। আমরা মূল ও প্রস্তুতি ম্যাচে সেটা কাজে লাগাব।’

প্রস্তুতির চূড়ান্ত পর্বে আজ ইংল্যান্ডের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল অভিযানে নিগারদের প্রথম ম্যাচ ৫ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত