Ajker Patrika

ইসলামি জ্ঞানের সুষ্ঠু ব্যবহারের গুরুত্ব

আবরার নাঈম
ইসলামি জ্ঞানের সুষ্ঠু ব্যবহারের গুরুত্ব

ইলম অহি তথা ইসলামি জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত নূর। তা সবাইকে দেওয়া হয় না। এটি এমন শক্তি, যা মানুষকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখে। যাদের এই জ্ঞান দেওয়া হয়, তারা সম্মানিত ব্যক্তি। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং ইলম দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন।’ (সুরা মুজাদালাহ-১১)

ইসলামি জ্ঞান অর্জনের তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘যারা জ্ঞানী, তাদের জিজ্ঞাসা করো, যদি তোমাদের জানা না থাকে।’ (সুরা নাহল: ৪৩)। মহান আল্লাহ তাকেই ইসলামি জ্ঞান দান করেন, যাকে তিনি ভালোবাসেন। এক হাদিসে আছে, হজরত মুআবিয়া (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।’ (সহিহ বুখারি: ৩১১৬)

কেউ যদি এই জ্ঞান অর্জনের পর তা গোপন করে, অর্থাৎ কেউ জিজ্ঞাসা করলে উত্তর না দেয়, তাহলে তাকে আগুনের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি তার জানা জ্ঞানের কথা জিজ্ঞাসিত হয়ে তা গোপন করলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।’ (সুনানে ইবনে মাজাহ: ২৬৬)

তবে কেউ যদি এমন বিষয়ে জিজ্ঞাসিত হয় যে বিষয়ে তার সুস্পষ্ট জ্ঞান নাই, তাহলে উত্তর না দেওয়াই উত্তম। কারণ তখন সে মনগড়া কথা বলবে এবং নবী (সা.) যা বলেননি সেটাকে হয়তো সে তার দিকে সম্বোধন করে দেবে এবং নবীজির ওপর মিথ্যারোপের পাপে জড়িত হবে। যার শাস্তি অত্যন্ত ভয়াবহ। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করে, সে যেন জাহান্নামকে তার আবাস বানাল।’ (সুনানে ইবনে মাজাহ: ৩০)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত