Ajker Patrika

কবর খুঁড়ে কঙ্কাল চুরি

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ৫০
কবর খুঁড়ে কঙ্কাল চুরি

সখীপুরে সামাজিক কবরস্থানের চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজিবাড়ি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে ফজরের নামাজের পর হেলাল উদ্দিন তাঁর বাবার কবর জিয়ারত করতে কবরস্থানে যান। এ সময় তিনি পাশের চারটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে দেখা গেছে ওই সব কবর থেকে কঙ্কাল চুরি গেছে।

কাঁকড়াজান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা এটিই প্রথম না, এর আগেও চুরি হয়েছে।

এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সরকার বলেন, এ ঘটনাটি প্রশাসনকে অবগত করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, কঙ্কাল চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত