Ajker Patrika

‘পরিবেশবান্ধব নগরী নির্মাণে আমাদের যাত্রা’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ১০
‘পরিবেশবান্ধব নগরী নির্মাণে আমাদের যাত্রা’

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ সিটি করপোরেশন কাজ করেছে। এতে বর্জ্যকে যথাযথ রূপান্তরের মাধ্যমে ময়মনসিংহ শূন্য বর্জ্যের নগরী হয়ে উঠছে।’ গতকাল সোমবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্যকে সম্পদে রূপান্তরে অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় মেয়র এসব কথা বলেন।

সিটি করপোরেশনের আয়োজনে এবং জাতিসংঘে মূলধন উন্নয়ন তহবিল ও সহযোগী সংগঠনসমূহের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

মেয়র আরও বলেন, একটি পরিবেশবান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমরা যাত্রা শুরু করেছি। সকলের সহযোগিতায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে চাই। মেয়র বর্জ্য রূপান্তর করে যথাযথ ব্যবহারে জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত