Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানে দেখানো হবে মোমেনার লালজমিন

শিক্ষাপ্রতিষ্ঠানে দেখানো হবে মোমেনার লালজমিন

শূন্যন রেপার্টরি প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লালজমিন’ এবার মঞ্চস্থ হবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। এ জন্য গত ১৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানিয়েছেন নাটকটির অভিনয়শিল্পী ও শূন্যন রেপার্টরির প্রধান মোমেনা চৌধুরী। তিনি বলেন, ‘কিছুদিন আগে শিক্ষামন্ত্রী দীপু মনি নাটকটি দেখেছিলেন। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নাটকটি প্রদর্শনীর গুরুত্ব অনুভব করে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ।’

মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ২০১১ সালের ১৯ মে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। সেই থেকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কোরিয়া ও ভারতে সব মিলিয়ে নাটকটির ৩০৬টি প্রদর্শনী হয়েছে। বাংলাদেশে থিয়েটারের ইতিহাসে একক অভিনীত কোনো নাটকের তিন শতাধিক মঞ্চায়ন এটাই প্রথম।

মোমেনা চৌধুরী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লালজমিন নাটকটির ৭৮টি প্রদর্শনী হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশের ১৫টি কলেজে এবং বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় দেশের ৪২টি পুলিশ লাইনে মঞ্চায়ন হয়েছে। এবার শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনের ফলে আমরা আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নাটকের বার্তা ছড়িয়ে দিতে পারব।’

কী নিয়ে লালজমিন?
লালজমিন নাটকটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘিরে। নাটকে দেখা যায় ১৪ বছর ছুঁই ছুঁই এক কিশোরীর গল্প। এক রাতে তার বাবা অগোচরে মুক্তিযুদ্ধে চলে যায়। কিশোরীও নানা কৌশলে যুদ্ধে যাওয়ার আয়োজন করে। লক্ষ্যে পৌঁছানোর আগেই তার পুরুষ সহযোদ্ধারা কেউ শহীদ হন, কেউ হারিয়ে যান নদীর জলে। পাঁচ যুবতীসহ যুদ্ধযাত্রী এ কিশোরীর জীবনে ঘটে নানা ঘটনা দুর্ঘটনা। ১৪ বছরের কিশোরীর ধবধবে সাদা জমিন যুদ্ধকালীন ৯ মাসে রক্তরাঙা হয়ে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত