Ajker Patrika

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ২৭
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন দাখিল

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২৫) নির্বাচনে ২৭ পদে ৩৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে সহসভাপতির চার পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে দুজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম-সাধারণ সম্পাদকের দুই পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুজন, নির্বাহী সদস্য (১৪ পদ) ও সংরক্ষিত মহিলা সদস্যের (২ পদ) ১৬ পদে ২০ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ও ২৭ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২ নভেম্বর। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল ৩ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৪ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৭ নভেম্বর ও ভোটগ্রহণ ১০ নভেম্বর। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত