Ajker Patrika

অভয়নগর মুক্ত দিবস উদ্‌যাপিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ২৫
অভয়নগর মুক্ত দিবস উদ্‌যাপিত

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অভয়নগর মুক্ত দিবস উদ্‌যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

দিবসটি উপলক্ষে গতকাল সকালে সাড়ে ৯টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টার দিকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সবশেষে আলোচনা সভার আয়োজন করা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ। সভায় সভাপতিত্ব করেন অভয়নগর মুক্ত দিবস উদ্‌যাপন সংসদ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আলী আহম্মেদ খান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত