Ajker Patrika

‘আমরা হারি নাই, হারানো হইছে’

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ২৫
‘আমরা হারি নাই, হারানো হইছে’

নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটে নয়, ঘোষণা দিয়ে নৌকা প্রতীককে হারানো হয়েছে বলে দাবি করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম। গতকাল শুক্রবার আওয়ামী নেতা জহির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। গতকাল বিকেলে বন্দরের ফরাজিকান্দা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলাগাছিয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী কাজিম উদ্দিন প্রধান বলেন, ‘নির্বাচনে কীভাবে দেলোয়ার জয় পেয়েছে তা সবাই জানে। জয়ের পরেও সে তার বাহিনী দিয়ে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় জহির বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এর বিচার চাই এবং জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।’

জাতীয় পার্টির মনোনয়নে লাঙল প্রতীকে জয়লাভ করা দেলোয়ার হোসেন প্রধানের উদ্দেশে ইব্রাহিম কাশেম অভিযোগ করে বলেন, ‘গত ১১ নভেম্বরের নির্বাচনে আমরা হারি নাই, আমাদের হারানো হইছে। গতকাল নির্বাচিত চেয়ারম্যান বলছেন, উনি নির্দেশ দিলে নাকি ৪-৫টা লাশ পরতো।’

কাশেম বলেন, ‘আপনি এত শক্ত কথা বলেন কেমনে? আপনি কি ভোটে পাস করছেন? ভোটে পাস না কইরা লম্বা লম্বা কথা বলেন। আপনে ঈমান নিয়া কন তো আপনে ভোটে পাস নাকি ডিক্লারেশনে (ঘোষণা) পাস? কন আপনে ডিক্লারেশন দিয়া পাস নিছেন।’

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, ‘জহির উদ্দিনের এই অবস্থার জন্য প্রশাসন দায়ী। বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ দাবি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত