Ajker Patrika

ইন্টারনেট সেবা পেতে শিক্ষার্থীদের দুর্ভোগ

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ১৮
ইন্টারনেট সেবা পেতে শিক্ষার্থীদের দুর্ভোগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রমসহ গবেষণার কাজ চালাতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ থাকলেও কিছুদিন ধরে তা বিচ্ছিন্ন অবস্থায় আছে। আবার সংযোগ মাঝেমধ্যে আসলেও ধীর গতির কারণে কোনো ব্রাউজারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে এই সংযোগ শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না।

শিক্ষার্থীরা আরও জানান, কোনো কোনো হলে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেওয়ার যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে আছে। এ বিষয়ে এমনকি অভিযোগ করেও সমাধান পাচ্ছেন না তাঁরা। আর হলের নেট রুমগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা থাকলেও সেখানে ধীরগতির কারণে নিরবচ্ছিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেট, কোনোটার গতিই ভালো না। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। ইন্টারনেট সংযোগ একদিন থাকে তো চার দিন থাকে না। আর থাকলেও ধীরগতি হওয়ায় একাডেমিক পড়াশোনার কাজটুকু ভালোভাবে করতে পারছি না।’

শহীদ মুখতার ইলাহি হলের একাধিক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো অভিযোগ করেও সমাধান পাওয়া যাচ্ছে না। তাঁদের এখানে রাউটার থাকলেও সেগুলোর গতি খুব কম। কোনো ধরনের সাইটে তাঁরা ঢুকতে পারছেন না। পড়াশোনাসহ গবেষণার তথ্য সংগ্রহের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে তাঁদের।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, ‘ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে যে রাউটার রয়েছে সেগুলো থেকে ইন্টারনেট সুবিধা ঠিকমতো পাওয়া যায় না। সিলেবাসের অনেক কিছুই স্যারেরা পড়ান না, সেগুলো জানার জন্য ওয়াইফাই ব্যবহার করতে হয়। কিন্তু দশবার চেষ্টা করে একবার সংযোগ পেলেও ধীরগতির কারণে তাও ব্যবহার করা সম্ভব হচ্ছে না।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী সালমা সীমা বলেন, ‘আমাদের হলেও একই সমস্যা চলছে হল চালুর পর থেকেই। আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা খুব দ্রুত এর প্রতিকার চাই।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ বলেন, ‘আমরা কিছুদিন ধরে অভিযোগ শুনছি। আমাদের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে। আমরা উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত