Ajker Patrika

কাগজ দিয়ে যা বানাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৯: ৪৬
কাগজ দিয়ে যা বানাবে

হাতের কাছে কাগজ বা লিফলেট পেলেই যদি নৌকা বা প্লেন বানাতে ইচ্ছা করে, তবে ডিআইওয়াই পেপার ক্র্যাফট অ্যাপটি নামাতে পারো। কীভাবে কী বানাতে হবে তার বিস্তারিত অ্যাপটিতে থাকা ভিডিওতেই পাবে। ভিডিওতে কাগজের মাপ বলে দেওয়া হয়। ফলে সহজেই মাপ বুঝে কাগজ কাটতে পারবে। কাগজ দিয়ে রঙিন ছাতা, প্লেন, পেন হোল্ডার, কচ্ছপ, কুকুরছানা, হাঁস, মাছ, পাখি, বিড়াল, ইঁদুর, খেলনাসহ আরও অসংখ্য জিনিস বানাতে পারবে সেখানে।

চারটি ভিন্ন অভিব্যক্তির ইমোজি একসঙ্গে কীভাবে বানানো যায়, তা-ও দেখানো হয়েছে অ্যাপটিতে। তবে ইমোজি বানানোর আগে একটু আঁকাআঁকি শিখতে হবে।

অ্যাপটি চালু করলেই কিডস ক্র্যাফট, হোম ডেকোরেশন, স্কুল ক্র্যাফট, বার্থডে কার্ড, স্ক্র্যাপ ক্র্যাফট, গিফট বক্স, ইজি ক্র্যাফটস, কালার পেপার ক্র্যাফট, ওয়েস্ট পেপার ক্র্যাফট এবং অরিগামি ক্র্যাফটের সেকশন পাবে। সব বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা ভিডিও।

নিচে থাকা ওয়াচ অল ভিডিওস অপশনে ক্লিক করলে সব ভিডিওর লিস্ট একসঙ্গে চলে আসবে। ভিডিওতে দেখানো সব ধাপ অনুসরণ করতে হবে। অরিগামির দুনিয়ায় তুমি একদম নতুন হলে কিডস ক্র্যাফট সেকশনটির ভিডিও দেখে শুরু করতে পারো তোমার কাজ। বাকিগুলো তোমার কাছে কঠিন মনে হতে পারে। তবে কাছেপিঠে কারও জন্মদিন থাকলে কাগজের তৈরি কার্ড বানানো শিখে ফেলতে পারো।

বন্ধু বা ভাই-বোনের জন্মদিনের জন্য হাতে বানানো কার্ড উপহার দিলে তারা সেটা যত্ন করে রেখে দেবে। শুধু অরিগামি নয়, পুরোনো কাগজ কাজে লাগিয়ে কীভাবে বাটি, শোপিস বানানো যায়, সেটাও ভিডিও দেখে শিখতে পারবে। চাইলে ভিডিও দেখে কাগজের তৈরি চা খাওয়ার কাপ দিয়ে ফুলদানিও বানাতে পারো।

গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৪। অ্যাপটি এ পর্যন্ত ১ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত