Ajker Patrika

কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় কাপড় জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৫৯
কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় কাপড় জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা প্রায় ৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ৮টার দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী কালিকাপুর এলাকা থেকে এই কাপড় জব্দ করা হয়। তবে সময় কাউকে আটক করা যায়নি।

আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি কাস্টমস জোয়ানরা। আন্তর্জাতিক ইমিগ্রেশন ও বিজিবি চেকপোস্ট হয়ে রাজস্ব ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় ভারতীয় টু-পিস ও ওয়ান-পিস কাপড়ের এই চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে পাচারকারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস জোয়ানরা সেখানে অভিযান চালায়। অসাধু লাগেজ পাচারকারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ৫টি ব্যাগে ২৫৮টি টু-পিস এবং ২৮৩টি ওয়ান-পিস উন্নতমানের ভারতীয় কাপড় উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত