Ajker Patrika

ইবিতে পরীক্ষা সশরীরে ক্লাস হবে অনলাইনে

ইবি প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ৪২
ইবিতে পরীক্ষা সশরীরে ক্লাস হবে অনলাইনে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণিশিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ের অনলাইনে শ্রেণিশিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, জরুরি সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সরকারের বিধিনিষেধ মেনে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলমান ও ঘোষিত পরীক্ষা চলবে। তবে এই সময়ের মধ্যে নতুন করে কোনো পরীক্ষার সূচি দেওয়া যাবে না।’

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিষয়ে উপাচার্য বলেন, এই মুহূর্তে আমরা আবাসিক হল বন্ধ করব না। হল বন্ধ করলে শিক্ষার্থীদের ভোগান্তি বেড়ে যাবে। আপাতত হলগুলো খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হলে অবস্থান করতে হবে।

এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম চালু থাকবে। যথারীতি অব্যাহত থাকবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবার মতো জরুরি পরিষেবাগুলো।

এদিকে হঠাৎ করে ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনেকের সঙ্গে কথা বলা হলে এ ঘোষণার প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলা রাখা হোক ও ক্যাম্পাসে বহিরাগত চলাচল নিষেধ করা হোক।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। পরে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টেম্বরে পুনরায় খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত