Ajker Patrika

১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৪
১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে কুমিল্লা জেলার ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ৫৫ হাজারের অধিক শিশুকে টিকা খাওয়াবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, নগরীর ৫১টি ইপিআই কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ শিশুকে টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ৭ হাজার ৮২৫ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ শিশুকে টিকা খাওয়ানো হবে।

প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবক ও প্রতি ওয়ার্ডে দুজন পর্যবেক্ষক থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিটি করপোরেশনের সঙ্গে আরবান প্রাইমারি হেলথ প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক ও মেরী স্টোপ ক্লিনিক কাজ করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ টিকা কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, স্বাস্থ্য কর্মকর্তা চন্দনা দেবনাথ।

এদিকে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, জেলায় সর্বমোট ৪ হাজার ৭৬৩টি কেন্দ্রে ১০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। সাড়ে ৯ হাজার মাঠকর্মীরা প্রতি কেন্দ্রে দুজন করে নিয়োজিত থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত