Ajker Patrika

প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ১৪
প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিয়াবুল হক রাখাইনদের নানাভাবে চাপ ও ভোট দিতে হুমকি দিচ্ছেন। এমন অভিযোগ করে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. নুরুচ্ছবিহ।

সংবাদ সম্মেলনে নুরুচ্ছবিহ বলেন, স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির ইন্ধনে ২৮ মামলার আসামি জিয়াবুল হক নির্বাচনী পরিবেশ অশান্ত করে তুলছেন। তিনি রাখাইনদের নানাভাবে চাপ ও ভোট দিতে হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান নুরুচ্ছবিহ।

এ বিষয়ে জানতে জিয়াবুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে এ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত