রানা আব্বাস, ব্রিসবেন থেকে
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরের দিন গতকাল মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। আবার একেবারে ছুটিও ছিল না। বাংলাদেশ দলকে ব্যস্ত থাকতে হয়েছে আইসিসির ফটোসেশন নিয়ে।
মাঠের কার্যক্রম না থাকায় দুপুরে বাংলাদেশের সংবাদকর্মীরা জড়ো হলেন ব্রিসবেনে সাকিবদের আবাস হোটেল সোফিটেলে। জানা গেল, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রায় দুই ঘণ্টার অপেক্ষা শেষে নান্নু এলেন, কিন্তু এবার দেখা গেল নতুন সমস্যা।
হোটেলে সংবাদ সম্মেলনের অনুমতি নেই সোফিটেল কর্তৃপক্ষের। নান্নুও এত বাধাবিপত্তি অতিক্রম করে কথা বলার আগ্রহ পাচ্ছিলেন না। বিসিবির প্রধান নির্বাচক বেঁকে বসলেন আরেকটি কারণে। বারবার বলছিলেন, ‘আপনারা তো আমাকে নিয়ে ব্যঙ্গ করেন।’ নান্নুর এই অভিযোগ-অভিমানের নেপথ্যে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে হওয়া ব্যাপক ‘ট্রল’।
বাংলাদেশ ক্রিকেটের যুগন্ধর ব্যাটার নান্নু এখনকার ফেসবুক-প্রভাবিত ক্রিকেটপ্রেমীদের কাছে তীব্র সমালোচিত। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও কি কম কথা শুনতে হচ্ছে তাঁকে? অবশ্য বিসিবির নির্বাচক প্যানেল কতটা স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে, বহুল চর্চিত প্রশ্নটা নতুন করে নাই-বা তোলা হলো। কিন্তু দল ঘোষণার পর বড় ঝড় এলে নান্নুর ওপর দিয়েই যায়।
চারদিকে ধেয়ে আসা সমালোচনার তিরে বিদ্ধ হতে হতে নান্নু কি এখন ক্লান্ত? তাঁকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। তবে দিনের পর দিন সমালোচনা কারই-বা ভালো লাগে! তবে নান্নু যে ভীষণ বিরক্ত, সেটি লুকাননি ব্যঙ্গ করার প্রসঙ্গটা টেনে।
দল নির্বাচন নিয়ে প্রশ্ন, সাকিবরাও আছেন টানা হারের বৃত্তে। নান্নু স্বীকার করে নিলেন, তাঁরা বেশ চাপেই আছেন, ‘দল ভালো না করলে চাপ সব সময়ই থাকে। যাদের নির্বাচন করি তারা কিন্তু সব দিক দিয়ে সক্ষম ভালো করতে। এরা যথেষ্ট আত্মবিশ্বাসীও। যদিও অস্ট্রেলিয়ায় এসে মাত্র একটা ম্যাচ খেলেছে। মূল টুর্নামেন্ট শুরুর আগে আরেকটা ম্যাচ আছে আগামীকাল (আজ)। খেলোয়াড়েরা নিজেরাও চিন্তা করছে কীভাবে ভালো খেলা যায়।’
নির্বাচকদের কাজ সব সময়ই ‘থ্যাংকসলেস জব’। দল ভালো করলে খুব একটা প্রশংসা জুটবে না। কিন্তু খারাপ করলেই সমালোচনা। এমনকি একাদশ নির্বাচনের দায়ও কখনো কখনো বর্তায় নির্বাচকদের ওপর। যদিও একাদশ ঠিক করে থাকে টিম ম্যানেজমেন্ট। তবে প্রধান নির্বাচক হিসেবে টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সিদ্ধান্তের ব্যাপারে অবগত নান্নু। সে কারণেই তিনি আশাবাদী, ম্যাচ জিততে সেরা একাদশই নির্বাচন করবে ম্যানেজমেন্ট, ‘সেরা ১৫ নির্বাচন করে নির্বাচকেরা। মাঝে যা কিছু আছে সেটা পারফরম্যান্স দেখে টিম ম্যানেজমেন্ট ঠিক করে। তারাই আলোচনা করে বিভিন্ন স্লটে খেলোয়াড় বদল করেছে (একাদশে)। ইতিমধ্যে যে পর্যবেক্ষণ করা হয়ে গেছে, এখানে আর পরিবর্তন করা হবে না। সেরা খেলাটা যেন খেলতে পারে সেটা বিবেচনা করেই সেরা একাদশ নির্বাচন করা হবে।’
সংবাদ সম্মেলন শেষে আড্ডায় হঠাৎ ধূমপান-প্রসঙ্গ উঠতেই নান্নু জানালেন, তাঁর অভ্যাসটা নেই। তবে খেলোয়াড়ি জীবনে মোহামেডানের দর্শকদের চাপে কখনো কখনো ধূম্রশলাকায় আশ্রয় নিতে হতো। তার মানে প্রধান নির্বাচক হিসেবে এখন যে চাপ তাঁর ওপর, সেটির চেয়ে বেশি চাপ অনুভব করেছেন খেলোয়াড়ি জীবনে।
শহরের উঁচু অট্টালিকা আর ব্যস্ত সড়কে ছুটে চলা যানের দিকে তাকিয়ে নান্নু রোমন্থন করেন ১৩-১৪ বছর আগের ব্রিসবেন স্মৃতি। তখন তিনি এখানে এসেছিলেন কোচিংয়ের কোর্স করতে। নির্বাচক পরিচয়টা নান্নুকে এতটাই সমালোচিত করেছে, কোচ তো বটেই, তাঁর সবচেয়ে বড় পরিচয়—দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার পরিচয়ও এখন আড়ালে পড়ে যাচ্ছে।
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরের দিন গতকাল মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। আবার একেবারে ছুটিও ছিল না। বাংলাদেশ দলকে ব্যস্ত থাকতে হয়েছে আইসিসির ফটোসেশন নিয়ে।
মাঠের কার্যক্রম না থাকায় দুপুরে বাংলাদেশের সংবাদকর্মীরা জড়ো হলেন ব্রিসবেনে সাকিবদের আবাস হোটেল সোফিটেলে। জানা গেল, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রায় দুই ঘণ্টার অপেক্ষা শেষে নান্নু এলেন, কিন্তু এবার দেখা গেল নতুন সমস্যা।
হোটেলে সংবাদ সম্মেলনের অনুমতি নেই সোফিটেল কর্তৃপক্ষের। নান্নুও এত বাধাবিপত্তি অতিক্রম করে কথা বলার আগ্রহ পাচ্ছিলেন না। বিসিবির প্রধান নির্বাচক বেঁকে বসলেন আরেকটি কারণে। বারবার বলছিলেন, ‘আপনারা তো আমাকে নিয়ে ব্যঙ্গ করেন।’ নান্নুর এই অভিযোগ-অভিমানের নেপথ্যে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে হওয়া ব্যাপক ‘ট্রল’।
বাংলাদেশ ক্রিকেটের যুগন্ধর ব্যাটার নান্নু এখনকার ফেসবুক-প্রভাবিত ক্রিকেটপ্রেমীদের কাছে তীব্র সমালোচিত। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও কি কম কথা শুনতে হচ্ছে তাঁকে? অবশ্য বিসিবির নির্বাচক প্যানেল কতটা স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে, বহুল চর্চিত প্রশ্নটা নতুন করে নাই-বা তোলা হলো। কিন্তু দল ঘোষণার পর বড় ঝড় এলে নান্নুর ওপর দিয়েই যায়।
চারদিকে ধেয়ে আসা সমালোচনার তিরে বিদ্ধ হতে হতে নান্নু কি এখন ক্লান্ত? তাঁকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। তবে দিনের পর দিন সমালোচনা কারই-বা ভালো লাগে! তবে নান্নু যে ভীষণ বিরক্ত, সেটি লুকাননি ব্যঙ্গ করার প্রসঙ্গটা টেনে।
দল নির্বাচন নিয়ে প্রশ্ন, সাকিবরাও আছেন টানা হারের বৃত্তে। নান্নু স্বীকার করে নিলেন, তাঁরা বেশ চাপেই আছেন, ‘দল ভালো না করলে চাপ সব সময়ই থাকে। যাদের নির্বাচন করি তারা কিন্তু সব দিক দিয়ে সক্ষম ভালো করতে। এরা যথেষ্ট আত্মবিশ্বাসীও। যদিও অস্ট্রেলিয়ায় এসে মাত্র একটা ম্যাচ খেলেছে। মূল টুর্নামেন্ট শুরুর আগে আরেকটা ম্যাচ আছে আগামীকাল (আজ)। খেলোয়াড়েরা নিজেরাও চিন্তা করছে কীভাবে ভালো খেলা যায়।’
নির্বাচকদের কাজ সব সময়ই ‘থ্যাংকসলেস জব’। দল ভালো করলে খুব একটা প্রশংসা জুটবে না। কিন্তু খারাপ করলেই সমালোচনা। এমনকি একাদশ নির্বাচনের দায়ও কখনো কখনো বর্তায় নির্বাচকদের ওপর। যদিও একাদশ ঠিক করে থাকে টিম ম্যানেজমেন্ট। তবে প্রধান নির্বাচক হিসেবে টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সিদ্ধান্তের ব্যাপারে অবগত নান্নু। সে কারণেই তিনি আশাবাদী, ম্যাচ জিততে সেরা একাদশই নির্বাচন করবে ম্যানেজমেন্ট, ‘সেরা ১৫ নির্বাচন করে নির্বাচকেরা। মাঝে যা কিছু আছে সেটা পারফরম্যান্স দেখে টিম ম্যানেজমেন্ট ঠিক করে। তারাই আলোচনা করে বিভিন্ন স্লটে খেলোয়াড় বদল করেছে (একাদশে)। ইতিমধ্যে যে পর্যবেক্ষণ করা হয়ে গেছে, এখানে আর পরিবর্তন করা হবে না। সেরা খেলাটা যেন খেলতে পারে সেটা বিবেচনা করেই সেরা একাদশ নির্বাচন করা হবে।’
সংবাদ সম্মেলন শেষে আড্ডায় হঠাৎ ধূমপান-প্রসঙ্গ উঠতেই নান্নু জানালেন, তাঁর অভ্যাসটা নেই। তবে খেলোয়াড়ি জীবনে মোহামেডানের দর্শকদের চাপে কখনো কখনো ধূম্রশলাকায় আশ্রয় নিতে হতো। তার মানে প্রধান নির্বাচক হিসেবে এখন যে চাপ তাঁর ওপর, সেটির চেয়ে বেশি চাপ অনুভব করেছেন খেলোয়াড়ি জীবনে।
শহরের উঁচু অট্টালিকা আর ব্যস্ত সড়কে ছুটে চলা যানের দিকে তাকিয়ে নান্নু রোমন্থন করেন ১৩-১৪ বছর আগের ব্রিসবেন স্মৃতি। তখন তিনি এখানে এসেছিলেন কোচিংয়ের কোর্স করতে। নির্বাচক পরিচয়টা নান্নুকে এতটাই সমালোচিত করেছে, কোচ তো বটেই, তাঁর সবচেয়ে বড় পরিচয়—দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার পরিচয়ও এখন আড়ালে পড়ে যাচ্ছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫