Ajker Patrika

নকলায় ইউপি নির্বাচনে ১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ৩০
নকলায় ইউপি নির্বাচনে ১৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

শেরপুরের নকলায় ৯টি ইউপিতে ভোট আজ। ৯ ইউপির ৮২টি কেন্দ্রের মধ্যে ১৮টিই ঝুঁকিপূর্ণ।পুলিশ প্রশাসন বলছে, নির্বাচনে কোনো প্রার্থী বা তার কোনো কর্মী-সমর্থক বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, নির্বাচনে ৬ নম্বর পাঠাকাটা ও ৮ নম্বর চরঅষ্টধর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় এখানকার পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।

তবে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ১ নম্বর গণপদ্দী, ২ নম্বর নকলা, ৩ নম্বর উরফা, ৪ নম্বর গৌড়দ্বার, ৫ নম্বর বানেশ্বর্দী, ৭ নম্বর টালকী ও ৯ নম্বর চন্দ্রকোনা ইউপিতে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে লড়াই হবে। উভয় পক্ষে পাল্টাপাল্টি হুমকি-ধামকির কারণে এসব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ২৩ নভেম্বর বিকেলে ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়নে বাছুরআলগা গ্রামের দড়িপাড়ায় পোস্টার ছেঁড়াকে করে চন্দ্রকোনা বাজারে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাজু সাইদ ছিদ্দিকী ও আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. কামরুজ্জামানের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে কামরুজ্জামানের বড় ভাই অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম, ভাতিজা উচ্ছাস, গাড়ি চালক রঞ্জু মিয়া ও মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থী কিংবা তার কর্মী-সমর্থকেরা সীমা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত