পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মূল ফটক সব সময় খোলা থাকায় শহীদ মিনার চত্বরটি ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা, মোটরসাইকেল রাখার গ্যারেজে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম পৌরশহরের পূর্ব বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ডাকঘরের মাঝখানে কেন্দ্রীয় এ শহীদ মিনারটির অবস্থান। স্থানীয়দের ভাষ্যমতে, ২০০০ সালে এই স্থানে জেলা, উপজেলা প্রশাসন শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগ নেয়। এর তিন বছর পর নির্মাণকাজ শেষ করা হয়। প্রথম দিকে, কয়েক বছর উপজেলা প্রশাসন মূল ফটকে তালা দিয়ে লাগত। এতে অবাধে ভেতরে প্রবেশ করতে পারতেন না মানুষ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও দেখভাল করা হতো নিয়মিত। কিন্তু পরে রক্ষণাবেক্ষণে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফটকে তালা না থাকায় শহীদ মিনার চত্বরে বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। স্যান্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে আড্ডা দিতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষজনকে।
গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, শহীদ মিনারের সামনের ফাঁকা জায়গায় রাখা হয়েছে ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা ও মোটরসাইকেল। শহীদ মিনারটির সামনের ফাঁকা জায়গাজুড়ে ময়লা-আবর্জনা, কুকুরের মল পড়ে থাকতে দেখা যায়। পাদদেশে শুয়ে আছে একদল কুকুর। শহীদ মিনারের পাশেই অনেকেই প্রস্রাব করছেন নির্দ্বিধায়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘প্রায় সময় এ শহীদ মিনারটি অবহেলা আর অযত্নে পড়ে থাকে। হাট-বাজারে আসা মানুষজনের উদাসীনতায় ক্ষুণ্ন হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনাটি। প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে যত্ন নেওয়া হলেও বছরের বাকি সময় পড়ে থাকে চরম অবহেলায়।’
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানলাম, মূল ফটক তালাবদ্ধ রাখার ব্যবস্থাসহ শহীদ মিনার রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মূল ফটক সব সময় খোলা থাকায় শহীদ মিনার চত্বরটি ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা, মোটরসাইকেল রাখার গ্যারেজে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম পৌরশহরের পূর্ব বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ডাকঘরের মাঝখানে কেন্দ্রীয় এ শহীদ মিনারটির অবস্থান। স্থানীয়দের ভাষ্যমতে, ২০০০ সালে এই স্থানে জেলা, উপজেলা প্রশাসন শহীদ মিনারটি নির্মাণের উদ্যোগ নেয়। এর তিন বছর পর নির্মাণকাজ শেষ করা হয়। প্রথম দিকে, কয়েক বছর উপজেলা প্রশাসন মূল ফটকে তালা দিয়ে লাগত। এতে অবাধে ভেতরে প্রবেশ করতে পারতেন না মানুষ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও দেখভাল করা হতো নিয়মিত। কিন্তু পরে রক্ষণাবেক্ষণে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফটকে তালা না থাকায় শহীদ মিনার চত্বরে বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। স্যান্ডেল পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে আড্ডা দিতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষজনকে।
গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, শহীদ মিনারের সামনের ফাঁকা জায়গায় রাখা হয়েছে ব্যাটারিচালিত অটো ভ্যান, রিকশা ও মোটরসাইকেল। শহীদ মিনারটির সামনের ফাঁকা জায়গাজুড়ে ময়লা-আবর্জনা, কুকুরের মল পড়ে থাকতে দেখা যায়। পাদদেশে শুয়ে আছে একদল কুকুর। শহীদ মিনারের পাশেই অনেকেই প্রস্রাব করছেন নির্দ্বিধায়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘প্রায় সময় এ শহীদ মিনারটি অবহেলা আর অযত্নে পড়ে থাকে। হাট-বাজারে আসা মানুষজনের উদাসীনতায় ক্ষুণ্ন হচ্ছে ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপনাটি। প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে যত্ন নেওয়া হলেও বছরের বাকি সময় পড়ে থাকে চরম অবহেলায়।’
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানলাম, মূল ফটক তালাবদ্ধ রাখার ব্যবস্থাসহ শহীদ মিনার রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪