মুলাদী প্রতিনিধি
মুলাদীতে নিষিদ্ধ বাঁধাজালে ছোট মাছ ও রেণু শিকার করা হচ্ছে। এতে ভবিষ্যতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদে অবৈধভাবে বাঁধাজাল দিয়ে মাছ শিকার করছেন অসাধু জেলেরা। প্রকৃত জেলেরা এসব বাঁধাজাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবি জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার জয়ন্তী নদীর বাটামারা ইউনিয়নের চরবাটামারা, নাজিরপুর সাহেবেরচর, নাতিরহাট, ভুইয়াবাড়ি মুন্সীরহাট এলাকায় বাঁধাজাল দিয়ে মাছ শিকার করা হয়। আড়িয়ালখাঁর আলীমাবাদ রামচর, পশ্চিম তেরচর রাস্তারমাথা, মনসাগঞ্জ, নন্দীরবাজার, মিয়ারচর, কাশিগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাঁধাজাল ফেলেন জেলেরা। এসব বাঁধাজাল থেকে ছোট রেণু বেরিয়ে যেতে পারে না।
বাঁধাজাল দিয়ে শিকারিরা বেশির ভাগ সময় রাতের আঁধারে মাছ ধরেন। অপেক্ষাকৃত বড় মাছগুলো তাঁরা বাজারে বিক্রি করেন। ছোট মাছগুলো এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন। পরিবারের নারী ও শিশুদের দিয়ে এসব মাছ বিক্রি করা হয়। যেসব রেণু খাওয়ার অযোগ্য, সেগুলো নদীতে ফেলে দেন তাঁরা।
আড়িয়ালখাঁ নদের জেলে জামাল হোসেন জানান, বাঁধাজাল অনেক ছোট ফাঁস। অনেকটা মশারির মতো। কিছু বাঁধাজাল মশারির চেয়েও ছোট। এগুলো নদীতে এমনভাবে ফেলা হয়, যেখানে মাছ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। নদীতে বড় মাছের সঙ্গে ছোট মাছ ও রেণু থাকে। বাঁধাজালে বড় মাছের সঙ্গে রেণু পোনাগুলোও ধরা পড়ে। জেলেরা বড় মাছ বিক্রি করতে পারলেও রেণু নষ্ট হয়ে যায়। এতে পোয়া, বাইলা, বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।
কাঠেরচর গ্রামের জেলে রেজাউল ফকির বলেন, প্রকৃত জেলেরা মৎস্যসম্পদ রক্ষায় ছোট মাছ ও রেণু রক্ষায় সচেষ্ট আছে। কিন্তু কিছু অসাধু জেলে মৎস্য দপ্তর ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে অবৈধ বাঁধাজাল দিয়ে মাছ শিকার করছেন। এতে বড় মাছের সঙ্গে ছোট মাছ ও রেণু ধ্বংস হচ্ছে। বাঁধাজালের ব্যবহার বন্ধ না হলে নদীতে ভবিষ্যতে মাছের অভাব দেখা দেবে।
রামচর গ্রামের আবুল খায়ের জানান, সকাল হলেই জেলেরা ছোট মাছ বাড়িতে নিয়ে আসেন। ঢালায় করে নিয়ে আসা মাছ ৫০ ও ১০০ টাকা ভাগা হিসেবে বিক্রি করেন। অনেক ক্ষেত্রেই তাঁরা কাচকি মাছ হিসেবে প্রচার করেন। কিন্তু এগুলো বাইলা, বাইম, চিংড়ির ছোট মাছ। অনেক ছোট ফাঁসের জাল ছাড়া এগুলো ধরা সম্ভব না। এভাবে নিধন হলে কিছুদিন পর বাজারে দেশি প্রজাতির মাছ আর দেখা যাবে না।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, ‘বাঁধাজাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ। কিছু অসাধু জেলেরা রাতের আঁধারে এসব জাল দিয়ে মাছ শিকার করেন। বিষয়টি জেনেছি। অভিযান চালিয়ে এসব বাঁধাজাল বন্ধ করা হবে। যাঁরা অবৈধ জাল ব্যবহার করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মুলাদীতে নিষিদ্ধ বাঁধাজালে ছোট মাছ ও রেণু শিকার করা হচ্ছে। এতে ভবিষ্যতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদে অবৈধভাবে বাঁধাজাল দিয়ে মাছ শিকার করছেন অসাধু জেলেরা। প্রকৃত জেলেরা এসব বাঁধাজাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবি জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার জয়ন্তী নদীর বাটামারা ইউনিয়নের চরবাটামারা, নাজিরপুর সাহেবেরচর, নাতিরহাট, ভুইয়াবাড়ি মুন্সীরহাট এলাকায় বাঁধাজাল দিয়ে মাছ শিকার করা হয়। আড়িয়ালখাঁর আলীমাবাদ রামচর, পশ্চিম তেরচর রাস্তারমাথা, মনসাগঞ্জ, নন্দীরবাজার, মিয়ারচর, কাশিগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাঁধাজাল ফেলেন জেলেরা। এসব বাঁধাজাল থেকে ছোট রেণু বেরিয়ে যেতে পারে না।
বাঁধাজাল দিয়ে শিকারিরা বেশির ভাগ সময় রাতের আঁধারে মাছ ধরেন। অপেক্ষাকৃত বড় মাছগুলো তাঁরা বাজারে বিক্রি করেন। ছোট মাছগুলো এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন। পরিবারের নারী ও শিশুদের দিয়ে এসব মাছ বিক্রি করা হয়। যেসব রেণু খাওয়ার অযোগ্য, সেগুলো নদীতে ফেলে দেন তাঁরা।
আড়িয়ালখাঁ নদের জেলে জামাল হোসেন জানান, বাঁধাজাল অনেক ছোট ফাঁস। অনেকটা মশারির মতো। কিছু বাঁধাজাল মশারির চেয়েও ছোট। এগুলো নদীতে এমনভাবে ফেলা হয়, যেখানে মাছ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। নদীতে বড় মাছের সঙ্গে ছোট মাছ ও রেণু থাকে। বাঁধাজালে বড় মাছের সঙ্গে রেণু পোনাগুলোও ধরা পড়ে। জেলেরা বড় মাছ বিক্রি করতে পারলেও রেণু নষ্ট হয়ে যায়। এতে পোয়া, বাইলা, বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।
কাঠেরচর গ্রামের জেলে রেজাউল ফকির বলেন, প্রকৃত জেলেরা মৎস্যসম্পদ রক্ষায় ছোট মাছ ও রেণু রক্ষায় সচেষ্ট আছে। কিন্তু কিছু অসাধু জেলে মৎস্য দপ্তর ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে অবৈধ বাঁধাজাল দিয়ে মাছ শিকার করছেন। এতে বড় মাছের সঙ্গে ছোট মাছ ও রেণু ধ্বংস হচ্ছে। বাঁধাজালের ব্যবহার বন্ধ না হলে নদীতে ভবিষ্যতে মাছের অভাব দেখা দেবে।
রামচর গ্রামের আবুল খায়ের জানান, সকাল হলেই জেলেরা ছোট মাছ বাড়িতে নিয়ে আসেন। ঢালায় করে নিয়ে আসা মাছ ৫০ ও ১০০ টাকা ভাগা হিসেবে বিক্রি করেন। অনেক ক্ষেত্রেই তাঁরা কাচকি মাছ হিসেবে প্রচার করেন। কিন্তু এগুলো বাইলা, বাইম, চিংড়ির ছোট মাছ। অনেক ছোট ফাঁসের জাল ছাড়া এগুলো ধরা সম্ভব না। এভাবে নিধন হলে কিছুদিন পর বাজারে দেশি প্রজাতির মাছ আর দেখা যাবে না।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, ‘বাঁধাজাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ। কিছু অসাধু জেলেরা রাতের আঁধারে এসব জাল দিয়ে মাছ শিকার করেন। বিষয়টি জেনেছি। অভিযান চালিয়ে এসব বাঁধাজাল বন্ধ করা হবে। যাঁরা অবৈধ জাল ব্যবহার করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫