Ajker Patrika

৯ বছর পর ন্যান্‌সির সঙ্গে মিলন

৯ বছর পর ন্যান্‌সির সঙ্গে মিলন

৯ বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্‌সি ও মোহাম্মদ মিলন। ‘বলব কতো আর’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

নতুন এই গান নিয়ে মিলন বলেন, ‘দীর্ঘ ৯ বছর পর আমি ও ন্যান্‌সি আপু আবারও গাইলাম। সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। আশা করি জীবন ভাইয়ের লেখা গানটি সবার ভালো লাগবে।’

সর্বশেষ ৯ বছর আগে ‘ডানাকাটা পরী’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্‌সি ও মিলন। সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিলনের সুরে গানটির সংগীত আয়োজন করেছিলেন ইমরান মাহমুদুল। দীর্ঘ বিরতির পর ন্যান্‌সির সঙ্গে দ্বৈত গান করতে পেরে উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘৯ বছর আগে যখন প্রথম ন্যান্‌সি আপুর সঙ্গে গেয়েছিলাম, সেটা ছিল একটা স্বপ্ন পূরণ। এবার আরও এক স্বপ্ন পূরণ হলো। ডানাকাটা পরী গানের সংগীতায়োজন করেছিলেন ইমরান ভাইয়া। এবার তাঁর সুর ও সংগীতায়োজন দুটোই পাচ্ছি।’

এক যুগ আগে মনের ঠিকানা মিশ্র অ্যালবামে ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামে গান গেয়ে জনপ্রিয়তা পান মিলন। এরপর একে একে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। মিলনের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘পাই না তোকে’ ইত্যাদি। গেয়েছেন সিনেমাতেও। সর্বশেষ রোজার ঈদেও প্রকাশ পেয়েছে মিলনের একাধিক গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ধীরে ধীরে চলছিল গাড়িটি, ট্রাফিক সিগন্যালে থামতেই বিকট বিস্ফোরণ

তুমুল হট্টগোলে পাকিস্তানের সংবিধান সংশোধন, সেনাপ্রধান আসিম মুনির আরো ক্ষমতাধর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ