Ajker Patrika

টাকার মালায় জয়ীদের বরণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৩
টাকার মালায় জয়ীদের বরণ

বাগেরহাটের চিতলমারীর সাধারণ ভোটারেরা তাঁদের বিজয়ী প্রার্থীর গলায় টাকার মালা পরিয়ে বরণ করে নেন। নির্বাচনে জয়ী ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও টাকার তৈরি জয়ের মালা গলায় পরে ঘুরছেন নিজ নির্বাচনী এলাকায়। আর এ টাকার মালা পরানো যেন চিতলমারী উপজেলায় প্রথা হয়ে দাঁড়িয়েছে।

গত ২০ সেপ্টেম্বর এ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১২ জন চেয়ারম্যান, ২৩৭ জন সাধারণ সদস্য ও ৮৪ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন। এঁদের মধ্যে সাতজন চেয়ারম্যান, ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর জয়ীরা ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে।

ভোটারেরাও কাঙ্ক্ষিত প্রার্থীর বিজয়ে উচ্ছ্বসিত। তাঁদের জন্য গেঁথে রেখেছেন টাকার মালা। পরিয়ে দিচ্ছেন গলায়।

উপজেলার ব্রহ্মগাতি গ্রামের সাফায়েত হোসেন, সুরশাইলের মইনুল ইসলাম, কুরমনির দেবাশিষ বিশ্বাস, বোয়ালিয়ার টিটব বিশ্বাস ও পাটরপাড়া গ্রামের ফজলু তালুকদার বলেন, বাপ-দাদার আমল থেকেই দেখছেন-তাঁদের অঞ্চলে ভোটে জয়ী প্রার্থীদের গলায় টাকার মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। ভোটারেরা আগে ভাগেই টাকার মালা গেঁথে অপেক্ষা করেন তাঁদের বিজয়ী মেম্বার-চেয়ারম্যানের জন্য।

চিতলমারী সদর ইউনিয়নের জয়ী ইউপি সদস্য মো. মতিয়ার রহমান টুকু, মো. ইব্রাহীম মুন্সি, হিজলা ইউনিয়নের সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সি ও মো. অহিদ বিশ্বাস বলেন, ভোটারদের এ মালা ভালোবাসার মালা। জয়ের মালা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দোয়া ও আশীর্বাদ। অনেকের কষ্ট হলেও এ মালা গেঁথে রাখেন।

নবনির্বাচিত এই ইউপি সদস্যরা আরও বলেন, এটা তাঁদের এলাকায় প্রথা হয়ে দাঁড়িয়েছে। তাঁরা এ মালার যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত