Ajker Patrika

বয়স বাড়িয়ে কিশোরীকে ৩ দফায় বিয়ে দেওয়ার চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০: ১৪
বয়স বাড়িয়ে কিশোরীকে ৩ দফায় বিয়ে দেওয়ার চেষ্টা

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সিংগা এলাকায় বয়স বাড়িয়ে ১১ বছর বয়সী কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে বয়স বৃদ্ধিতে সহযোগিতার অভিযোগ উঠেছে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কৃষ্ণপদ বিশ্বাসের বিরুদ্ধে। ইউপি প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ দিয়ে তিন দফায় ওই কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার পরিবার।

পরিবারের অন্যায় চেষ্টা ও ইউপি সদস্যের বিচারের দাবিতে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছেন ওই কিশোরীর বড় ভাই অসিম বিশ্বাস।

অসিম বিশ্বাস বলেন, ‘আমার ছোট বোন ছোট সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করে। কিন্তু স্থানীয় ইউপি সদস্য কৃষ্ণ পদ বিশ্বাস ও তার সহযোগী উৎসব রায় কোনো আইন–কানুনের তোয়াক্কা না করেই অর্থের বিনিময়ে আমার বোনের ভুয়া জন্ম সনদ ও টিকা কার্ড তৈরি করে। ভুয়া জন্মসনদ দিয়ে ২৯ নভেম্বর সন্ধ্যায় আমার বোনকে একই গ্রামের নিলয় মৃধার ছেলে দিবস মৃধার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। পরে ইউএনও বিয়ে বন্ধ করে দেন। পরবর্তীকালে স্থান পরিবর্তন করে মামার বাড়িতে বিয়ের আয়োজন করলে ইউএনওর হস্তক্ষেপে সেটিও বন্ধ হয়। এরপরেও পার্শ্ববর্তী পিরোজপুর উপজেলার শেখ মাটিয়া গ্রামে বিয়ের আয়োজন করলে প্রশাসনের হস্তক্ষেপে তাও বন্ধ হয়।’

অভিযোগের বিষয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান এমডি মাসুদ রানা বলেন, ‘অনেকেই জন্ম সনদসহ নানা সেবার জন্য ইউনিয়ন পরিষদে আসেন। সবাইকে ব্যক্তিগতভাবে যাচাইয়ের সুযোগ আমার থাকে না। স্থানীয় চৌকিদার, ইউপি সদস্য ও সচিবের শনাক্তের পরে স্বাক্ষর করি।’

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বাল্যবিবাহের কথা জানতে পেরে কয়েক দফায় বন্ধ করা হয়েছিল। ইউপি সদস্যর বিরুদ্ধে ভুয়া জন্ম সনদ তৈরির লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত