Ajker Patrika

নকল ধরতে হয় হাতেনাতে

সরদার ফজলুল করিম
নকল ধরতে হয় হাতেনাতে

কেউ নকল করলে তাকে হাতেনাতে ধরে ফেলেন শিক্ষকেরা। তারপর সেই নকলবাজের কী যে বিড়ম্বনা হয়। কিন্তু কখনো কখনো নকল করতে দেখেও অনেকে কিছু বলতে পারেন না। কেন পারেন না? তারই একটা নমুনা দেখা গেল প্রফেসর আব্দুর রাজ্জাকের বয়ানে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন শিক্ষক তিনি। পরীক্ষার আইনকানুন তখন খুব মেনে চলা হলো। কাউকে ইচ্ছে করে পাস বা ফেল করিয়ে দেওয়া হতো না। 

একদিন কোনো এক পরীক্ষার পর এক তরুণ শিক্ষক এলেন প্রফেসর আব্দুর রাজ্জাকের কাছে। তারপর একজন ছাত্রের নাম করে বললেন, ‘স্যার, ছেলেটা পরীক্ষার খাতায় নকল করেছে।’

আব্দুর রাজ্জাক বললেন, ‘তুমি কী করে জানলে বাবা?’

তরুণ শিক্ষক বললেন, ‘আমি সেদিন ইনভিজিলেটর ছিলাম।’

খুবই অবাক হয়ে আব্দুর রাজ্জাক বললেন, ‘তুমি ইনভিজিলেটর ছিলে, তাহলে কেন তুমি সেদিন রিপোর্ট করোনি?’

তরুণ শিক্ষক বললেন, ‘স্যার, ছেলেটা এনএসএফ করে।’ 

এর মানে হলো, তরুণ শিক্ষক ভয়ে রিপোর্ট করেননি। এনএসএফ তখন সরকারি ছাত্রদল। তাদের কোনো সদস্যের বিরুদ্ধে পরীক্ষার সময় ব্যবস্থা নেওয়ার সাহস হয়নি শিক্ষকের। কিন্তু এখন কিসের ভিত্তিতে ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? 

এ বড় কঠিন প্রশ্ন। 

আব্দুর রাজ্জাক বললেন, ‘তুমি তখন রিপোর্ট করো নাই, আমি এখন কী করব? তার খাতায় যা লেখা আছে, সেটা বাদ দিয়ে আমি খাতায় নম্বর কমিয়ে দেব? এটা তো করা যায় না।’

তরুণ শিক্ষক বুঝতে পারছিলেন না, কেন সেটা করা যায় না। আসলে খাতায় যা লেখা হয়েছে, তার ভিত্তিতেই কেউ নম্বর পায়। যদি সত্যিই অসততার আশ্রয় নেয় কেউ, তাহলে হাতেনাতেই তাকে ধরতে হবে। ভয়ে পিছিয়ে গেলে চলবে না। তাই পরীক্ষা শেষ হওয়ার পর খাতায় যা লেখা হয়েছে, তা এড়িয়ে কাউকে নম্বর কমিয়ে দেওয়া যায় না। 

আব্দুর রাজ্জাকের কথা শুনে শিক্ষকটি চুপ করে রইলেন। 

সূত্র: সরদার ফজলুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, পৃষ্ঠা ৩০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত