মাওলানা ইসমাইল নাজিম
মহান আল্লাহ আমাদের অনেক নেয়ামত দান করেছেন। এসব নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। শুকরিয়া আদায় বিভিন্নভাবে হতে পারে। এখানে শুকরিয়া আদায়ের কয়েকটি পদ্ধতি তুলে ধরা হলো—
এক. আন্তরিক হয়ে শুকরিয়া আদায় করা। অন্তরের শুকরিয়া হলো, এ বিশ্বাস লালন করা যে, আল্লাহ যে নেয়ামত আমাদের দিয়েছেন, তা তিনি দয়া করেই দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের কোনো পাওনা নেই। যা পেয়েছি, সবই তাঁর দয়া। আর তিনি যদি দয়া করেন, তবেই তাঁর দেওয়া নেয়ামত আমরা ব্যবহার করতে পারব, অন্যথায় পারব না।
দুই. মুখে আল্লাহর জিকির করে শুকরিয়া আদায় করা। যেমন আলহামদুলিল্লাহ বলা। সকাল-সন্ধ্যায় তাঁর রাসুলের শেখানো দোয়াগুলো পাঠ করা। নেয়ামতের জন্য বিশেষভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। যখনই নেয়ামতের কথা মনে পড়ে, তখনই আলহামদুলিল্লাহ বলা। মুখে প্রকাশ করার সঙ্গে সঙ্গে অন্তরেও কৃতজ্ঞতাবোধ লালন করতে হবে। মুখের কথার সঙ্গে অন্তরের অবস্থার মিল না হলে শুকরিয়া আদায় হবে না।
তিন. আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাদের অসংখ্য নেয়ামত দিয়ে ধন্য করেছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞ হয়ে তাঁর আনুগত্য করা। তাঁর নাফরমানি ও পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহর দেওয়া আবশ্যক বিধানগুলো পালন করা এবং সব ধরনের অবাধ্যতা থেকে দূরে থাকাই আমলে মাধ্যমে শুকরিয়া।
চার. নেয়ামতের সদ্ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায় করা। যে নেয়ামতগুলো মহান আল্লাহ আমাদের দান করেছেন, সেগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তাঁর শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। এসব নেয়ামতের অপব্যবহার করলে তা আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা হবে। আমাদের চোখ, নাক, মুখ থেকে শুরু করে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ এবং ঘরে-বাইরের সব নেয়ামতের যথাযথ ব্যবহার করা জরুরি।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
মহান আল্লাহ আমাদের অনেক নেয়ামত দান করেছেন। এসব নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। শুকরিয়া আদায় বিভিন্নভাবে হতে পারে। এখানে শুকরিয়া আদায়ের কয়েকটি পদ্ধতি তুলে ধরা হলো—
এক. আন্তরিক হয়ে শুকরিয়া আদায় করা। অন্তরের শুকরিয়া হলো, এ বিশ্বাস লালন করা যে, আল্লাহ যে নেয়ামত আমাদের দিয়েছেন, তা তিনি দয়া করেই দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের কোনো পাওনা নেই। যা পেয়েছি, সবই তাঁর দয়া। আর তিনি যদি দয়া করেন, তবেই তাঁর দেওয়া নেয়ামত আমরা ব্যবহার করতে পারব, অন্যথায় পারব না।
দুই. মুখে আল্লাহর জিকির করে শুকরিয়া আদায় করা। যেমন আলহামদুলিল্লাহ বলা। সকাল-সন্ধ্যায় তাঁর রাসুলের শেখানো দোয়াগুলো পাঠ করা। নেয়ামতের জন্য বিশেষভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। যখনই নেয়ামতের কথা মনে পড়ে, তখনই আলহামদুলিল্লাহ বলা। মুখে প্রকাশ করার সঙ্গে সঙ্গে অন্তরেও কৃতজ্ঞতাবোধ লালন করতে হবে। মুখের কথার সঙ্গে অন্তরের অবস্থার মিল না হলে শুকরিয়া আদায় হবে না।
তিন. আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাদের অসংখ্য নেয়ামত দিয়ে ধন্য করেছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞ হয়ে তাঁর আনুগত্য করা। তাঁর নাফরমানি ও পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহর দেওয়া আবশ্যক বিধানগুলো পালন করা এবং সব ধরনের অবাধ্যতা থেকে দূরে থাকাই আমলে মাধ্যমে শুকরিয়া।
চার. নেয়ামতের সদ্ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায় করা। যে নেয়ামতগুলো মহান আল্লাহ আমাদের দান করেছেন, সেগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তাঁর শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। এসব নেয়ামতের অপব্যবহার করলে তা আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা হবে। আমাদের চোখ, নাক, মুখ থেকে শুরু করে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ এবং ঘরে-বাইরের সব নেয়ামতের যথাযথ ব্যবহার করা জরুরি।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪