Ajker Patrika

আল্লাহর শুকরিয়া আদায়ের ৪ পদ্ধতি

মাওলানা ইসমাইল নাজিম
আল্লাহর শুকরিয়া আদায়ের ৪ পদ্ধতি

মহান আল্লাহ আমাদের অনেক নেয়ামত দান করেছেন। এসব নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। শুকরিয়া আদায় বিভিন্নভাবে হতে পারে। এখানে শুকরিয়া আদায়ের কয়েকটি পদ্ধতি তুলে ধরা হলো—

এক. আন্তরিক হয়ে শুকরিয়া আদায় করা। অন্তরের শুকরিয়া হলো, এ বিশ্বাস লালন করা যে, আল্লাহ যে নেয়ামত আমাদের দিয়েছেন, তা তিনি দয়া করেই দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের কোনো পাওনা নেই। যা পেয়েছি, সবই তাঁর দয়া। আর তিনি যদি দয়া করেন, তবেই তাঁর দেওয়া নেয়ামত আমরা ব্যবহার করতে পারব, অন্যথায় পারব না।

দুই. মুখে আল্লাহর জিকির করে শুকরিয়া আদায় করা। যেমন আলহামদুলিল্লাহ বলা। সকাল-সন্ধ্যায় তাঁর রাসুলের শেখানো দোয়াগুলো পাঠ করা। নেয়ামতের জন্য বিশেষভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। যখনই নেয়ামতের কথা মনে পড়ে, তখনই আলহামদুলিল্লাহ বলা। মুখে প্রকাশ করার সঙ্গে সঙ্গে অন্তরেও কৃতজ্ঞতাবোধ লালন করতে হবে। মুখের কথার সঙ্গে অন্তরের অবস্থার মিল না হলে শুকরিয়া আদায় হবে না।

তিন. আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাদের অসংখ্য নেয়ামত দিয়ে ধন্য করেছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞ হয়ে তাঁর আনুগত্য করা। তাঁর নাফরমানি ও পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহর দেওয়া আবশ্যক বিধানগুলো পালন করা এবং সব ধরনের অবাধ্যতা থেকে দূরে থাকাই আমলে মাধ্যমে শুকরিয়া।

চার. নেয়ামতের সদ্ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায় করা। যে নেয়ামতগুলো মহান আল্লাহ আমাদের দান করেছেন, সেগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তাঁর শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। এসব নেয়ামতের অপব্যবহার করলে তা আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা হবে। আমাদের চোখ, নাক, মুখ থেকে শুরু করে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ এবং ঘরে-বাইরের সব নেয়ামতের যথাযথ ব্যবহার করা জরুরি। 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত