Ajker Patrika

শিগগির আরও ৫০ হাসপাতালে অটোমেশন চালু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ৫৫
শিগগির আরও ৫০ হাসপাতালে অটোমেশন চালু

দেশের ৫০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অটোমেশনের আওতায় এসেছে। শিগগির আরও ৫০টি হাসপাতাল অটোমেশনের আওতায় আসবে। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অটোমেশন কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এ পরিদর্শনকালে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) নাজমুল হক খান। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া, মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুতফর রহমান।

অটোমেশন কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রিস্টাল টেকনোলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম খান। ক্রিস্টালের কারিগরি সহায়তায় এ অটোমেশন কার্যক্রম হচ্ছে।

অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, ‘সারা দেশে ৫০টি স্বাস্থ্য কমপ্লেক্সে অটোমেশন কার্যক্রম চালু আছে। আরও ৫০টি হাসপাতালে শিগগির অটোমেশন চালু হবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বাস্থ্যসেবাও ডিজিটালাইজড হচ্ছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকদান কর্মসূচি চলছে। ডিজাটাইলেজশনের ফলে রোগীরা ভোগান্তি ছাড়া টিকিট পাচ্ছে।’

হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘শিগগিরই ৪ হাজর চিকিৎসক ও ৮ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। হাসপাতালে উপস্থিত থাকার জন্য ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম কিছুদিনের মধ্যে শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত