Ajker Patrika

কমলগঞ্জে সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৯
কমলগঞ্জে সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

কমলগঞ্জে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কুরমাঘাট-কমলপুর বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ বৃহস্পতিবার। ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকার দুই একর ভূমিতে হবে এ হাট।

এদিন দুপুর সাড়ে ১২টায় বর্ডার হাটের নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিকে গত মঙ্গলবার দুপুরে কুরমাঘাট-কমলপুর বর্ডার হাটের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত