Ajker Patrika

মাঠে সরব আ.লীগের বিদ্রোহীরা

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২২: ০৯
মাঠে সরব আ.লীগের বিদ্রোহীরা

কোমরবেঁধে প্রচারে নেমেছেন নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সাংগঠনিক হুঁশিয়ারির পরও মাঠে সরব আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। দলীয় নির্দেশ উপেক্ষা করেই নির্বাচনী লড়াইয়ে অনড় তাঁরা। প্রচারে পিছিয়ে নেই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি-জামায়াতের প্রার্থীরাও। তাঁরা বিভিন্ন হাটবাজার, পাড়া-মহল্লায় পথসভা বা উঠোন বৈঠকে ভোটারের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে এসব প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটারেরা।

এদিকে নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক জানান, যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন, তাঁরা অবশ্যই দলের বিদ্রোহী। তাঁদের জন্য দল থেকে বহিষ্কারসহ আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে।

নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি মাসের ১১ নভেম্বর নীলফামারী সদরের ১৫টি ইউনিয়নের মধ্যে ১১টিতে অনুষ্ঠিত হবে ভোট। বাকি চারটি ইউনিয়নে আইনি জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না। ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৬ অক্টোবর পাঁচজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় মাঠে ভোটযুদ্ধে রয়েছেন ৬৩ জন। সাধারণ সদস্য পদে ৪০৩ জনের মধ্যে ১৬ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫০ জনের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ ছাড়া রামনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জহুরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ওই ওয়ার্ডের অপর প্রার্থী মো. রশিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত