Ajker Patrika

ইউপি নির্বাচনে নিরাপত্তা জোরদার

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
ইউপি নির্বাচনে নিরাপত্তা জোরদার

আজ শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। নির্বাচন ঘিরে উপজেলা নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বুধবার ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে শেরপুর সদর উপজেলার ১৪ ইউপির মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ১১টি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৪ ইউনিয়নেই ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হবে। এ নির্বাচনে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৩৪ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৯৬ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। মোট ভোট কেন্দ্র ১৫০ টি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত আনসার, পুলিশ ও র‍্যাব নিয়োজিত রয়েছে। প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টিমও মাঠে থাকবে। কোনো কেন্দ্রে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত