Ajker Patrika

নতুন তফসিলে স্বস্তি ভোটার-সমর্থকদের

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ৩০
নতুন তফসিলে স্বস্তি ভোটার-সমর্থকদের

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করায় ভোটার ও প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নতুন তফসিলে স্বাক্ষর জাল করে প্রার্থিতা প্রত্যাহার হওয়া অধিকাংশ প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ সব প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়টি বাতিল করায় নতুন তফসিলে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন ভোটার ও সমর্থকেরা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১১ নভেম্বর দ্বিতীয় দফায় সদর উপজেলার চিতলিয়া ইউপিতে ভোট অনুষ্ঠানের কথা ছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যানসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন করে প্রার্থী বাদে সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছিলেন। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন অনেক প্রার্থী অভিযোগ করেন তাঁদের স্বাক্ষর জাল করে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে কিছুই জানেন না তাঁরা।

বিষয়টি নিয়ে দৈনিক আজকের পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নজরে আসে নির্বাচন কমিশনের। ২৮ অক্টোবর তদন্ত কমিটি করে পাঁচ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে কমিশনে প্রতিবেদন দিতে বলে নির্বাচন কমিশন। গত বুধ ও বৃহস্পতিবার ৪৮ প্রার্থী, গণমাধ্যমকর্মী, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাসহ ৫১ জনের সাক্ষ্য গ্রহণ করেন তদন্তকারী দলের সদস্যরা। তাঁদের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৮ নভেম্বর চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল ঘোষণা করে জেলা নির্বাচন কার্যালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই রাতেই বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুরের জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছেন চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটারেরা। ৪ নম্বর ওয়ার্ডের সুমন বলেন, ‘জীবনে কোনো দিন ভোট দিইনি। প্রথম ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় মন খারাপ ছিল। তবে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ ওই নির্বাচন বাতিল করায় ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।’

১ নম্বর ওয়ার্ডে জাল স্বাক্ষরে মনোনয়ন প্রত্যাহার হওয়া সাধারণ সদস্য প্রার্থী এমদাদ হোসেন বলেন, ‘আমাদের স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল। পরে আবার স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করার স্বীকারোক্তিও নেওয়া হয়েছে। নানা কারণে প্রতিবাদ করতে পারিনি। নতুন করে নির্বাচন হলে অবশ্যই প্রার্থী হব।’

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘এই সিদ্ধান্ত নতুন করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে। নতুন তফসিল অনুযায়ী আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। সিলেকশন হলে জনগণের রায়ের প্রতিফলন ঘটার সুযোগ থাকে না।’

জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান বলেন, ‘গত মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন থেকে চিতলিয়া ইউপি নির্বাচন বাতিল হওয়ার একটি চিঠি পেয়েছি। চিঠিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সুবিধামতো সময়ে পুনঃতফসিল ঘোষণা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত