Ajker Patrika

তদন্তে গিয়ে গুলির মুখে ডিবি পুলিশ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১২: ৫১
তদন্তে গিয়ে গুলির মুখে ডিবি পুলিশ

কক্সবাজারের মহেশখালীতে আদালতের নির্দেশে সরেজমিনে মামলার তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধিদলকে লক্ষ্যে করে পাঁচটি গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গত মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত ১৪ লাখ টাকা ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি দল মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যান। সঙ্গে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি হলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’

এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি।

স্থানীয়রা বাসিন্দারা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে দখলে নেয় একটি গ্রুপ। এর পর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।

মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন, শতাধিক স্থানীয় বাসিন্দার সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্যে করে গুলি করেছে। তারা সবাই পৌরসভার মেয়রের লোক।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বলেন, খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত