Ajker Patrika

চলছে মুক্তিসংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৩২
চলছে মুক্তিসংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলছে `বাঙালির মুক্তিসংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী’। নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন স্থানে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বিজয়ের মাস ডিসেম্বরের সূচনা দিন থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী চলবে এ প্রদর্শনী। গত রোববার এটি পরিদর্শন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল।

এ সময় ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাঙালির মুক্তিসংগ্রামের ওপর বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ জুয়েল। অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহসভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহম্মেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান।

এ ছাড়া সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. এনামুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা ড. সাঈদুর রহমান, যুবনেতা কাজী কামাল হোসেন, মাসুমুর রশিদ উপস্থিত ছিলেন।

সাংসদের সঙ্গে আরও ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. কামরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. কামাল শিকদার, নজরুল ইসলাম নবী, মোজাহার হোসেন, মো. আশরাফুল আলম বাবু, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত