Ajker Patrika

মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০: ১৬
মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রতন মিয়া (৩৩) নামের এক ব্যক্তিকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। এরপর সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুখিয়া এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করে এবং উদ্ধার করা হয় সেই মাদ্রাসাছাত্রীকে। গ্রেপ্তার রতন মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার দুপুরে রতন মিয়াকে আদালতের সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তা ছাড়া ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নেওয়ার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রতন মিয়া ১০ থেকে ১২ বছর আগে উপজেলার একটি গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। তিনি দুই সন্তানের জনক। গত ১৬ মার্চ ওই গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান তিনি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রতনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত