Ajker Patrika

হামলায় দুই নারীসহ চারজন আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২: ২২
হামলায় দুই নারীসহ চারজন আহত

চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কারিগরপাড়ায়।

আহতরা হলেন, একই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী মর্জিনা বেগম (৬০), ছেলে আবু জাফর (৩২), পুত্রবধূ রেক্সোনা খাতুন (২৪) ও মজিবর রহমান (৩৭)। আহতদের মধ্যে বৃদ্ধা মর্জিনা বেগমের দুই হাত ভেঙে গিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পুত্রবধূ আহত হয়েছেন। এ সময় হামলার সঙ্গে জড়িতরা আতিয়ার রহমানের বসতবাড়ি ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আবু জাফর জানান, প্রতিবেশী আবু তালেব ও আব্বাস কারিগর তাঁদের বসত বাড়ির মধ্যে দিয়ে রাস্তা দাবি করেন। সে দাবি পূরণ না করায় গত বৃহস্পতিবার তাঁরা ৩০-৩৫ জন সন্ত্রাসীকে ভাড়া করে আনেন। তিনি অভিযোগ করেন, পরিবারের সদস্যরা বাড়ির মধ্যে থাকার সুযোগে সন্ত্রাসীরা তাঁদের সীমানা প্রাচীর ভাঙতে শুরু করে। এ সময় বাঁধা দিতে গেলে শাবল, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে সীমানা প্রাচীরসহ তাঁদের বসতঘর গুঁড়িয়ে দেন।

আহত মর্জিনা বেগমের বোন রেহেনা বেগম জানান, তালেব কারিগর ও তাঁর ছেলে আসাদুল এবং সাদ্দামের নেতৃত্বে আব্বাসের ছেলে হাফিজুর, শেখ সাদী, দিনআলী কারিকরের ছেলে কামরুলসহ বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। ঘটনায় তাঁরা শ্যামনগর থানায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রধান অভিযুক্ত আবু তালেব কারিগর জানান, ঘটনাস্থলে তিনি ছিলেন না। তবে দু পক্ষের সামান্য ঝগড়া হয়েছে বলে শুনেছেন তিনি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিতা জানান, মর্জিনার দুই হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রেক্সোনার মাথায় দশটি সেলাই দিয়ে রক্তক্ষরণ বন্ধ করার পর পরবর্তী চিকিৎসা শুরু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত