Ajker Patrika

অসন্তোষ ও ক্ষোভ অকারণ নয়

সম্পাদকীয়
অসন্তোষ ও ক্ষোভ অকারণ নয়

দুর্গাপূজা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে সামাজিক অস্থিরতা তৈরির কোনো পরিকল্পনা কারও আছে কি না, তা জানা না থাকলেও দু-একটা ঘটনা মানুষকে যে কিছুটা উদ্বিগ্ন করে তুলছে, সেটা অস্বীকার করা যাবে না। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১০টি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু সব থেকে বেশি আলোচনায় এসেছে কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের একটি উক্তি। ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় হিন্দুধর্মাবলম্বীদের মদমুক্ত পূজা উদ্‌যাপন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। সারা রাত নাচানাচি করে সকালে ঘুমিয়ে থাকলে চলবে না। আসুন, কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজার আয়োজন। মণ্ডপে লিখে দেবেন “মাদকমুক্ত পূজা”।’ মদমুক্ত পূজা করলে পূজার সংখ্যা কমবে বলেও ওই সংসদ সদস্য উল্লেখ করেছেন।

এমপি মহোদয়ের এ ধরনের বিদ্বিষ্ট বক্তব্য ধর্মপ্রাণ হিন্দুদের মনে ক্ষোভ ও অসন্তোষ তৈরি না করে পারে না। মদের জন্য পূজার সংখ্যা বাড়ছে—এটা কোনো দায়িত্বশীল মানুষের কথা হতে পারে?

এর আগে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব স্থানীয় আওয়ামী লীগ-দলীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে গালিগালাজ করেছেন। এ ছাড়া কুড়িগ্রামে চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক নীতির অনুসারী মনে করা হয়। আবার সংখ্যালঘুদের আওয়ামী লীগের ভোটব্যাংক ধরা হয়। কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে, যাতে প্রচলিত বিশ্বাসে ফাটল ধরছে।

যা-ই হোক, সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। কুমিল্লায় এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা সম্ভব হয়নি। বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা ঐক্য পরিষদের মিছিলে হামলা চালান। এতে কয়েকজন আহত হয়েছেন।

কুমিল্লার এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, কুমিল্লা-৬ আসনের এমপি বাহাউদ্দীন বাহারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। কুমিল্লায় সমাবেশে যাঁরা হামলা করেছেন, তাঁদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

এই আলটিমেটামে কোনো ফল হবে বলে মনে হয় না; বরং ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রাধান্য বাড়তে থাকলে দলটির সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্ক কি প্রীতিপূর্ণ থাকবে? সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে আওয়ামী লীগের অবস্থান বদল হলে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেওয়াই স্বাভাবিক নয় কি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত