Ajker Patrika

ফেলে যাওয়া গেঞ্জি ও জুতায় ধরা চার ‘খুনি’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ১৩
ফেলে যাওয়া গেঞ্জি ও জুতায় ধরা চার ‘খুনি’

নান্দাইলে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোশারফ হোসেন নামে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।

একজন আসামির ফেলে যাওয়া জুতা ও অপরজনের গেঞ্জির মাধ্যমে শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত সবাই উচ্চশিক্ষিত বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নান্দাইল উপজেলার মো. শাহ জালাল সিকদার, মো. শান্ত মণ্ডল, মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক ও মো. মনির উদ্দিন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ ও গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, গত বছরের ২ নভেম্বর প্রতিদিনের মতো মোশাররফ হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজার থেকে গ্রেপ্তারকৃত চারজন রোগী নেওয়া লাগবে বলে ৩০০ টাকায় অটোরিকশা ভাড়া করেন। তাঁরা নান্দাইলের নধী হাজীপুর আমের মোরাটি বাজার এলাকায় নিয়ে যান।

সেখানে ছিনতাইকারীরা অটো রাস্তায় রেখে বাড়ি থেকে রোগী আনতে মোশারফকে জোরাজুরি করে জানিয়ে পুলিশ সুপার বলেন, মোশারফ বিষয়টি বুঝতে পেরে বাড়িতে যেতে রাজি হননি। পরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে মোশারফকে তাঁরা ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মোশারফকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁরা একজনকে ধরতে গেলে পরনের গেঞ্জি ফেলে এবং আরেকজন পায়ের জুতা রেখে পালায়। পরে অটোরিকশাটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে চাবি মাটিতে পুতে রেখে যায় চক্রটি।

রায়হানুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতরা অভাবের তাড়নায় অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নেয় বলে জানিয়েছে। চারজনের মধ্যে তিনজনই উচ্চ শিক্ষিত। এর আগে তাঁরা কোনো অপরাধে জড়িত ছিল না। তারা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, নিহত মোশাররফ হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মো. সুলতান উদ্দিন সুলতু মিয়ার ছেলে। এ ঘটনায় গত বছরের ৫ নভেম্বর নিহতের সুলতান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে জেলা গোয়েন্দা শাখা মামলাটির তদন্তভার পেলে চারকজনকে গ্রেপ্তার করে।

ওসি সফিকুল ইসলাম আরও বলেন, অপরাধীদের ধরতে তেমন কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশের জন্য অপরাধীদের ধরা কঠিন হয়ে পড়ে। পরে মূলত তাঁদের ফেলে যাওয়া গেঞ্জি ও জুতায় আসামি শনাক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত