Ajker Patrika

শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ

জাবি প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ৫৪
শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। গতকাল সোমবার এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে উপাচার্যপন্থী এবং উপাচার্যবিরোধী শিক্ষকেরা দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এক জোট হয়ে ‘শিক্ষক ঐক্য ফোরাম’ শীর্ষক নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে।

এ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রসায়ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মাহবুব কবির এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আমজাদ হোসেন। ১৫ জন শিক্ষক নিয়ে গঠিত প্যানেলটিতে সাতজন প্রার্থী বিএনপি সমর্থিত এবং আটজন আওয়ামী লীগের।

আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে আইবিএ’র অধ্যাপক মোতাহার হোসেন।

স্বতন্ত্র থেকে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলা বিভাগের অধ্যাপক এ এস এম আবু দায়েন এবং সাধারণ সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন। সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক আবেদা সুলতানা ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত